প্রতিবন্ধকতা এই শব্দটি খুব ক-ষ্টে-র । যাদের জীবনে যারা এই পরিস্থিতির সম্মুখীন তারাই তার প্রকৃত কষ্ট বোঝেন । কিন্তু সম্প্রতি একটি ভিডিও যেটি কিনা সোশ্যাল মিডিয়া তে ভাইরাল ,যখনই সোশাল মিডিয়া তে স্ক্রল করেছে তখন ই ঘুরে বেড়াচ্ছে সেই ভিডিও টি ।
প্রতিবন্ধক তো ক্ষ-তি কি তা কিন্তু প্রভাব ফেলতে পারে নি সাধারণ জীবনে। প্রতিবন্ধী হলে তার জ্বা-লা য-ন্ত্র-ণা অনেক আর তার সাথে আছে বহু মানুষের গু-ঞ্জ-না। কিন্তু এই সব কে পাশে ফেলে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ ভারতীয় ইদুক্কি এক তরুণী ,আর সেই ভিডিও দেখেই কুর্নিশ জানাচ্ছেন সকলে ।সম্প্রতি ভিডিও টি ভাইরাল হবার পরেই দেখা যাচ্ছে এক তরুণী যার কিনা দুই হাত নেই কিন্তু তাতে কুছ পরোয়া
নেহি দিব্যি কিন্তু বহাল তৈবিয়ত এ চলছে সবকিছু । গাড়ী চালানো থেকে শুরু করে গাড়ী পার্কিং করা এমন কি গাড়ী গেট তাও পর্যন্ত খুলছেন তিনি নিজেই গাড়ির সিট এ বসলেন ,বেল্ট লাগালেন আর দিব্যি কিন্তু চাবি ঘুরিয়ে স্টার্ট দিয়ে চালানো শুরু করলেন ।
প্রতিবন্ধক তো ক্ষ-তি কি নির্দিষ্ট কিন্তু ট্রাফিক নিয়ম মেনেই চলছেনওই তরুণীর পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে গাড়ি চালানোর দৃশ্যটি ইদুক্কির ৪৪ নং নম্বর জাতীয় সড়কে এবং চলতি বছরের ১৫ ই মার্চ ভিডিওটি তোলা হয়েছে। ইতিমধ্যেই ওই তরুণী সবার প্রসংশা পেয়ে তাতেই খুব খুশি ।মানুষ চাইলে কি যে না পারে তার জলজ্যান্ত উদাহরণ ওই তরুণী।