নিজস্ব প্রতিবেদন:-দীর্ঘ লকডাউন এর ফলে রীতিমতো ধুলো জমেছে স্কুলের বেঞ্চ থেকে কলেজের বেঞ্চে। তেমনভাবে ব্ল্যাকবোর্ডে পড়েনি আর চকের দাগ। দেখা যায়নি স্কুল ছুটির পর ছাত্র-ছাত্রীদের দল। সব চুপচাপ শান্ত যেন ।অনেকদিন হলো ঝুলছে স্কুলের কলেজের গেটে তালা । আমাদের স্বাভাবিক জীবন ফের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার থেকে সাধারণ মানুষ। তাই দীর্ঘ লকডাউন এর ফলে বন্ধ থাকা স্কুল কলেজগুলোর খোলার নির্দেশ দিয়েছিল কেন্দ্র ।এর পাশাপাশি বিভিন্ন বোর্ড ও ইউনিভার্সিটি পরীক্ষার কথা জানায়।
স্কুল বন্ধ থাকলেও বন্ধ থাকে নি পড়াশোনা । বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছিলাম আমরা অনলাইনে ক্লাস। যাকে আমরা ই- ক্লাস রুম বলে থাকি । তবুও স্কুলের মতন কি আর আমেজ পাওয়া যায় ওই ছোট্ট স্ক্রিনে? মোটেই পাওয়া যায় না। অনলাইনে ক্লাস চলার পাশাপাশি অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ গুলি।
কিন্তু এখনও পর্যন্ত তা হয়ে ওঠেনি। এবার স্কুল কলেজ খোলার জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র । তবে রাজ্যে কবে স্কুল খুলবে তা এখনো পর্যন্ত জানানো হয়নি । রাজ্যে স্কুল খুললে নির্দিষ্ট কিছু প্রটোকল মেনে চলতে হবে স্কুল কর্তৃপক্ষকে। তাই সেই সমস্ত সরকার প্রদত্ত প্রটোকল পাঠানো হচ্ছে স্কুল কর্তৃপক্ষ গুলির কাছে । কি সেই প্রটোকল ? আসুন দেখে নেওয়া যাক ।
১) প্রত্যেক স্কুলকে একটি করে চেকলিষ্ট দেওয়া হবে।
২)রো স্ল স্যানিটাইজ করতে হবে।
৩) স্কুলে পাঠানোর আগে এবং পরে পড়ুয়াদের স্যানিটাইজ করতে হবে।
৪) এক বেঞ্চে দুই জনের বেশি বসতে দেওয়া হবে না।
৫) স্কুলে থাকাকালীন অবস্থায় শিক্ষক বা পড়ুয়ারা কেউই মাস্ক খুলতে পারবেন না।
৬) স্কুলে ঢোকা ও বেরোনোর সময় ১ মিটার দূরত্ব প্রত্যেককে মানতে হবে।
৭) স্কুলে কোনোরকম জমায়েত করা যাবে না।
স্কুল কলেজ খোলার পর আবার দেখা যাবে সেই ছাত্র ছাত্রীদের দল