গত পয়লা জুন ভারতের বুকে প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকেই বিশেষ করে ভারতের উত্তর বঙ্গে নিরন্তর বৃষ্টি হয়ে চলেছে। যার ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলের পরিমাণ বিপ-জ্জ-ন-ক হারে বৃদ্ধি পেয়েছে। আসাম সহ বেশকিছু রাজ্যে ব-ন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। মুম্বাইয়ে অতিবৃষ্টির দারুন অনেক জায়গা জলের তলায় চলে গিয়েছে। এছাড়াও বিশেষ করে উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপের দিকে। অতিবৃষ্টির দরুন
বেশকিছু পাহাড়ি এলাকায় ধ্ব-স নামার ঘটনা ঘটেছে। সেইসব এলাকায় প্রশাসন তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে। মালদার কালিয়াচকের নদী তীরবর্তী অঞ্চলে ভাঙ্গনের ঘটনা ঘটেছে। যার ফলে বেশ ভীত হয়ে পড়েছেন উপকূলবর্তী বাসিন্দারা। দক্ষিণবঙ্গের মাটিতেও বেশ কয়েকবার ভারী বৃষ্টির দেখা মিলেছে।দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টির দেখা মিলেছে। গতকাল বুধবার দিল্লি এনসিআরে প্রবল বৃষ্টির সূচনা হয়েছে।
#WATCH Delhi: Rain lashes parts of the national capital; visuals from Firozeshah Road.
India Meteorological Department (IMD) predicts rainfall in Delhi till 25th August. pic.twitter.com/kgyoB6EfTf
— ANI (@ANI) August 20, 2020
যার ফলে নয়ডা এবং গ্রুরুগ্রামের মানুষ ব্যাপক সমস্যার মুখে পড়েছেন। রাস্তায় জল জমে থাকার দরুন যান চলাচল ব্যা-হ-ত হয়েছে। দিল্লির সাতটি এলাকায় গাছ পড়ে গিয়েছে এবং প্রায় 8 টি জায়গায় বাড়ি ও ভে-ঙে পড়ে গিয়েছে। মৌসম বিভাগ সূচনা দিয়েছে যে আগামী 25 আগস্ট পর্যন্ত দিল্লির বুকে লাগাতার বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের ভারী বৃষ্টির দেখা মিলছে। এছাড়া নয়ডার সেক্টর 39 এলাকায় রাস্তা ডুবে গিয়েছে।
Thunderstorm with light to moderate rain would continue to occur over many places of entire Delhi, IGI Airport, Dadri, Ghaziabad, Noida, Greater-Noida, Ballabgarh, Faridabad, Gurugram, Manesar, Sohna, Modinagar, Pilakhua, Bulandshahar, Sikandarabad: IMD (1/2) pic.twitter.com/Y7Ao9lFBlQ
— ANI (@ANI) August 20, 2020
দিল্লির পাশাপাশি বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেমন কেরল, বিহার, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ, গুজরাট, কর্ণাটক, অসম প্রকৃতি রাজ্যের বিভিন্ন নদীগুলির বি-প-দসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। মৌসম বিভাগ পূর্বাভাস দিয়েছে আগামী দুই ঘন্টায় সমগ্র দিল্লি, গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, মানেসর, মোদী নগর, ফরিদাবাদ, দাদরি, মীরাট, বুন্দেলশহর প্রভৃতি জায়গায় প্রবল বৃষ্টির দেখা মিলবে।
Uttarakhand: Water entered residential areas of Rudraprayag following heavy rainfall in the region. (19.8) pic.twitter.com/P3B0yn6Gb9
— ANI (@ANI) August 19, 2020
Gautam Buddh Nagar: Water logging in Sector 39 of Noida following heavy rainfall in the area. pic.twitter.com/WzcsikQSVC
— ANI UP (@ANINewsUP) August 20, 2020