বিশ্ব জুড়ে চলা করোনা আবহের জন্য মানুষের এখন নাজেহাল অবস্থা। দিনে দিনে সং-ক্র-ম-ণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতেও বন্ধ নেই অফিস কাছারি; অন্যদিকে গণপরিবহন ব্যবস্থা এখনো অনেকটাই বন্ধ রয়েছে। যে সমস্ত বাস বা ট্রেন গু-লো চলছে স তাদের অনেক বাস ড্রাইভারদের করোনা পজিটিভ হয়েছে। এই নিয়ে মানুষ আরও আ-ত-ঙ্কি-ত হয়ে পড়ছে । এমত অবস্থায় মানুষের একমাত্র সহায় সম্বল বলতে স্কুটি মোটরবাইক ও স্কুটার।
মানুষ এখন এইসব কে অবলম্বন করে চলছে। অফিসে কিংবা কাছে দূরে কোথাও যেতে হলে মানুষকে বাইকের উপরে ভরসা করতে হচ্ছে । নিজস্ব একটা বাইক থাকলে আপনি যেকোন জায়গায় সহজেই যেতে পারবেন । তাই বর্তমানে বেশিরভাগ মানুষই বাইক কেনার দিকে ঝুঁকেছেন।তবে নতুন বাইক কেনার সামর্থ্য সকলের নাও থাকতে পারে, তাদের জন্য এসেছে এক সুবর্ণ সুযোগ।
এক্ষেত্রে আপনি যদি চান splendor, PASSION এর মতো বাইক সস্তায় কিনতে তাহলে আপনি সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন। হিরো মোটোকর্প জুলাই মাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড সৃষ্টি করেছে।সম্প্রতি droom শপিং ওয়েবসাইটটি সেকেন্ডহ্যান্ড বাইক বিক্রি শুরু করেছে। যেখানে কম দামে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক ভালো বাইক পেয়ে যেতে পারেন।
এক্ষেত্রে আপনি যদি চান splendor, PASSION এর মতো বাইক সস্তায় কিনতে তাহলে আপনি সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন। হিরো মোটোকর্প জুলাই মাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড সৃষ্টি করেছে।সম্প্রতি droom শপিং ওয়েবসাইটটি সেকেন্ডহ্যান্ড বাইক বিক্রি শুরু করেছে। যেখানে কম দামে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক ভালো বাইক পেয়ে যেতে পারেন।