




নিজস্ব সংবাদদাতা: কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। আজকালকার দিনে মহিলারা অনেকখানি স্বাধীন অনেক সুযোগে তারা আগের দিনের তুলনায় সহজেই এখন অ্যাক্সেস করতে পারে। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় পুরনো দিনের মহিলারা খুব একটা বেশি সুযোগ পাননি, এর ফলে হয়তো চলে গেছে অনেক প্রতিভা।





আগেকার দিনের মায়েরা তখন বেশি সুযোগ না পেলেওতারা সোশ্যাল মিডিয়ার দৌলতে তাদের প্রতিভাকে সহজেই ছড়িয়ে দিতে পারছেন বিশ্বের সব জায়গায়। সংসার চালাতে গিয়ে যে সকাল রাত বিসর্জন দিয়ে ছিলেন সেগুলি তারা আবার পুনরুজ্জীবিত করছেন।
আমাদের পরিচিত দৃশ্য অনুযায়ী, সন্তানের গানের সঙ্গে সাধারণত তাহলে সঙ্গত করতে দেখা যায় কোন পুরুষকে। হয় বাবা, দাদা, কাকা নয়তো বন্ধু, নয়তো কোন শিক্ষক। এমনকি খুব কম পরিমাণ মহিলাকেই থেকেই দেখা যায় তবলা শিখতে।





কিছুদিন আগে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে পুত্র সন্তানের সঙ্গে তবলায় সংগত করছেন তার মা। ভিডিওতে দেখা যাচ্ছে ওই বয়স্ক মহিলা দক্ষ তবলা বাদক এর মতো তবলা বাজাচ্ছেন। এর থেকেই স্পষ্টই বোঝা যায় সংসার-সন্তান সামলেও তিনি তবলায় নিজেকে দক্ষ করে তুলেছেন।
সকলের কাছেই তিনি হয়ে উঠেছেন রোল মডেল। সংসার সামলেও নিজের শখ নিজের ইচ্ছে নিজের প্রতিভার চর্চা যে করা যায় সেটার, জ্বলন্ত উদাহরণ তিনি এই ভিডিওটি দেখে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ।





সৃঞ্জয় মুখার্জী নামে এক ব্যক্তি তার ফেসবুকে আপলোড করে নেই ভিডিও ইতিমধ্যেই সেই ভিডিও দু’লক্ষ মতন মানুষ দেখে নিয়েছে এবং পছন্দ করেছে পাঁচ হাজারের মতো মানুষ।