নিজস্ব প্রতিবেদন :-আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে বাঙালির শ্রেষ্ঠ পুজোর দুর্গাপূজা । তবুও শরতের মেঘ কেন মাঝে মাঝে ঢেকে ফেলে নিজেকে অন্ধকার কালো মেঘের কাছে কাছে। তাহলে কি ফের আবার আসতে চলেছে কোনো দুর্যোগ? নাকি ঘূর্ণিঝড়? কি জানাচ্ছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? জানাবো আপনাদের ।





গত কয়েক মাস আগে ২০ মে এপার বাংলা এবং ওপার বাংলার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষতি করেছে আম্ফান । তার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আরো একবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। সারা বছর অপেক্ষা করা ওই চারটি দিন হয়তো এবার ভেস্তে যেতে পারে বৃষ্টির জলে ।
আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপাসগরে ক্রমেই জোরালো হচ্ছে দুটি নিম্নচাপ। এদের মধ্যে একটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সম্ভবত “গতি ” যা একটি ভারতীয় নাম । শেষ ঘূর্ণিঝড় নিসর্গ মুম্বাই এ আছড়ে পড়েছিল । আমরা দেখেছিলাম রীতিমতো মুম্বাইকে তোলপাড় করে দিয়েছিল ।





তারপরে পশ্চিমবাংলার উপর দিয়ে বয়ে গেছে আম্পান। । ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এই ঝড় যার প্রভাব এখন মাঝেসাজে নজরে পড়ে রাস্তায় বেরোলে । তার মধ্যে আবার এরকম ঘূর্ণিঝড় রীতিমতো এক বড়োসড়ো বড়োসড়ো দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যবাসীর কপালে ।
আবহবিদরা জানাচ্ছেন,সেপ্টম্বর জুড়ে বাংলাদেশের স্বাভাবিকের থেকে ৩৩.১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনার রয়েছে অক্টোবরেই। পুজোর ঠিক প্রাক্কালে এই ধরনের ঘূর্ণিঝড় হয়ে থাকে যাকে “আশ্বিনের ঝড়” বলে থাকেন আবহাওয়াবিদরা । তবে এবারে ঘূর্ণিঝড় যেন একটু বেশি চোখ রাঙাচ্ছে । ঘনীভূত হচ্ছে নিম্নচাপ যা কি না বড়োসড়ো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ইতিমধ্যে সতর্ক বার্তা জারি করেছে প্রশাসন ।




