সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত করতে করতেই ড্রাগযোগে উঠে আসে রিয়া চক্রবর্তীর নাম।এরপরই শুরু হয় সিবিআই-এর জেরা করা।পরপর তিনদিন জেরার পর রিয়াকে গ্রেফতার করা হয়।
রিয়াকে প্রথম দিন ছয় ঘণ্টা,দ্বিতীয় দিন আট ঘন্টা,তৃতীয় দিন সকাল সাড়ে ন’টা নাগাদ এনসিবি দপ্তরে ঢুকে সন্ধ্যা ছ’টা নাগাদ বের করা হয় রিয়াকে।
রিয়ার মুখোমুখি রিয়ার ভাই,সুশান্তের প্রাক্তন রাঁধুনি সহ কয়েকজনকে মুখোমুখি বসিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করা হয়।এই আলোচনাতে উঠে আসে বহু নামকরা তারকার নাম।রিয়া স্বীকার করেছেন যে,সুশান্তের কর্মচারীর মাধ্যমে তিনি মাদক আনিয়েছেন এটা ঠিক।তবে তিনি নিজে গাঁজা বা চরস বা ড্রাগ নেননি।তবে তিনি ধূমপান করতেন অবশ্যই।
রিয়া জানিয়েছেন কেদারনাথ ছবির শুটিংয়ের সময়ে সুশান্ত ভীষণভাবে মাদকাসক্ত হয়ে পড়ে আর বাকিরাও মাদক নিতেন।রিয়ার কথামতোই মাদক পাচারকারী অনুজ কেশওয়ানকে গ্রেফতার করা হয়।এছাড়াও আরোও নয়জনকে গ্রেফতার করা হয়।রিয়ার হোয়াটসঅ্যপ চ্যাট চেক করা হয়।আগেই সন্দেহ করা হয়েছিল রিয়াকে গ্রেফতার করা হতে পারে।
সেই মতো বুধবার গ্রেফতার করা হয় রিয়াকে।তবে রিয়া তদন্তের সময় অনেক তারকার নামই বলেছেন।সিবিআই এখনও তেমনভাবে তাদের নাম প্রকাশ্যে না আনলেও তাদের জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সিবিআই।