আমাদের প্রতিনিয়ত জীবনে এমন অনেক ঘটনাই ঘটে থাকে যা আমাদের হাসায়, কাঁদায়, বা অনুপ্রেরণা জাগায়। তার সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত এমন অনেক ভিডিও বা ছবি ভাইরাল হয় যা কখনো কখনো আমাদের অনুপ্রেরণা জায়গায় ,কখনো বা আমাদের হাসতে শেখায়, আবার কখনো আমাদর শিক্ষা দেয় বুক চিতিয়ে শেষ নিঃশ্বাস অবধি লড়াই এর ।
বর্তমানে সামাজিক মাধ্যমে এরোম অনেক ছোট বড় ঘটনা আমাদের নজরে আসে ।এ প্রজন্মের সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটি যেটি সোশ্যাল মিডিয়ার সাথে বা সামাজিক মাধ্যম এর সাথে যুক্ত সেটি হল” ভাইরাল ” ।এই ভাইরাল শব্দের মাধ্যমে আমরা সাধারণত কোন কিছুর গুরুত্ব বিচার করে থাকি ।
মা শব্দটি সবথেকে ছোট হলেও এটি পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং সাহসী একটি শব্দ। সে মানুষ হোক বা পশুপাখি বা জন্তু । এই শব্দের মধ্যে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা,লড়াই করার শক্তি । কিন্তু এর সাথে মায়ের কি সম্পর্ক তা এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না তাইতো ?
তাহলে বলি সম্প্রতি বন ও পশু পাখিদের ছবি বা ভিডিও পোস্ট করে এমন একজন ব্যক্তি সুশান্ত নন্দা একটি ভিডিও পোস্ট করেন ৩৩ সেকেন্ডের। সেই ভিডিওতে দেখা যায় এক সাহসী মায়ের ছবি। একটি সাহসী জিরাফ মা ছবি ।
৩৩ সেকেন্ডের ঐ ভিডিওটিতে দেখা যায় একটি জায়গায় একটি জিরাফ তার সন্তানদের নিয়ে খেলা করেছিলো কিন্তু হঠাৎই তাদেরকে ঘিরে ফেলে বেশ কয়েকটি চিতাবাঘ। এরপরের ঘটনা হয়তো আমাদের সকলেরই জানা। কিন্তু এক্ষেত্রে ঘটনাটি ঘটে উল্টো ।জিরাফ মা তার সন্তানদের রক্ষা করতে পিছুপা হয়নি বরং বুক চিতিয়ে লড়াইয়ের সাহস দেখিয়েছে।
নেটদুনিয়ায় এই ভিডিওটি সামনে আসতেই ব্যাপকভাবে ভাইরাল হয়। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ জন দেখে ফেলেছেন সে ভিডিও। কুর্ণিশজ জানিয়েছেন সেই জিরাফের প্রতি। জীবনের কোনো অংশেই সন্তানদের বাঁচাতে মায়েরা যে পিছুপা হয়না তা আরো একবার প্রমান করলো নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ওই জিরাফ ।
I wonder from where a mother gets such courage 💕
Here it protects its calf successfully against a coalition of Cheetahs ….
🎥John Temut pic.twitter.com/vEdYtxJeR3
— Susanta Nanda IFS (@susantananda3) September 18, 2020