




নিজস্ব প্রতিবেদন :-কথাতে আছে ” ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে” ঠিক সেরকমই হচ্ছে । দেশের প্রতিরক্ষা দিক থেকে অন্যান্য দেশের তুলনায় ভারত বর্ষ অনেকটাই এগিয়ে তবে এবার এলো বড় সুখবর। এবার চীন এবং পাকিস্তান কে পিছনে ফেলে সামনে দিকে এগিয়ে ভারত । সামরিক বাহিনীর হাতে আসতে চলেছে এমন এক যুদ্ধবিমান যা ইতিহাসে এই প্রথম বার । কি সেই যুদ্ধবিমান জানাবো বিস্তারিতভাবে আপনাদের।





এই ফাইটার জেটের নাম ফিফথ জেন ফাইটার । সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ফিফথ জেন ফাইটার জেটের ইঞ্জিন পেতে চলেছে বায়ুসেনা। ইতিমধ্যেই এই ইঞ্জিন তৈরির কাজ শুরু করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। এর পাশাপাশি ডি আর ডি ও জানিয়েছেন তাদের ইঞ্জিন তৈরিতে সাহায্য করবেন । ফ্রান্সের জেট ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থা । হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেডের সঙ্গে একযোগে এই ইঞ্জিন বানানোর ব্যাপারে সহায়তা করবে সাফরান বলে খবর।
ডিআরডিও এর পক্ষ থেকে জানানো হয়েছে ১১০ কিলোনিউটন ক্ষমতা সম্পন্ন হয় ইঞ্জিনটি ভারতের সামরিক ক্ষেত্রে ভবিষ্যতের নতুন ইতিহাস রচনা করবেন । অত্যাধুনিক ফাইটার জেটের জন্য এই ইঞ্জিন তৈরি করা হয়েছে, তাই রাফায়েল জেটের জন্যও কার্যকর হবে এটি। ভারতীয় বায়ুসেনাকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্দ্যেশে এই ইঞ্জিন অগ্রগণ্য ভূমিকা নেবে।





আবার অন্যদিকে বুধবার সফল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস। যাকিনা ৪০০ কিলোমিটার দূর থেকে নিখুঁত লক্ষ্যভেদ করতে সক্ষম । এবং যেটিকে ভারতীয় বায়ুসেনার এক অন্যতম প্রধান হাতিয়ার বলে মনে করা হচ্ছে । সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি অতিরিক্ত বুস্টার প্রয়োগ করে এই মিসাইল তৈরি করা হয়। অতএব এই মুহূর্তে প্রতিরক্ষার দিক থেকে আরো শক্তিশালী হয়ে উঠছে দেশ ।




