নিজস্ব প্রতিবেদন :-আমরা আমাদের বাড়ির বাগান সাজানোর জন্য মাঝেসাজেই ছোটখাটো গাছ লাগিয়ে থাকি। এই ধরুন যেমন নারকেল গাছ বা কোন ফুলের গাছ । এর পাশাপাশি একটু বড় জায়গা থাকলে আমরা আরো বড় বড় ধরনের গাছ লাগিয়ে থাকি । যেমন ইউক্যালিপটাস গাছ বা যেসব গাছের উচ্চতা মোটামুটি মাঝারি সবগুলো লাগিয়ে থাকি ।





তবে পাম গাছের চাষ এদেশে খুব বেশি না হলেও আফ্রিকা বা বাংলাদেশেও পাম গাছের চাষ বেশি হয়ে থাকে । যখন এই গাছগুলো ছোট থাকে তখন এক থেকে দেড় ফুট গর্ত খুঁড়ে পুঁতে দিতে হয় এবং প্রতি গর্তের পিছনে ৫ থেকে ১০ কেজি গোবর সার লেগে থাকে। পরবর্তীকালে নির্দিষ্ট উচ্চতা বড় হয়ে ওঠে।
তবে কখনো কখনো আবার কোন কোন পাম গাছ অধিক উচ্চতার সম্পন্ন হয়ে থাকে। এই পাম গাছ থেকে প্রাপ্ত পাম তেল প্রান্তে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় । কিন্তু আপনাদের সামনে এই মুহূর্তে যে ঘটনা বলতে চলেছি সেটি সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন। শুধু অবাক নয়, স্তম্ভিত ও হতে পারেন ।





সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি লোক বিশাল লম্বা একটি পাম গাছের ডগা দিকে উঠে বসে আছেন। শুধু শুধু বসে নেই। অবশ্যই কোন একটি লক্ষ্য নিয়ে সেখানে গেছেন । তার লক্ষ্য হলো ওই পাম গাছের ডগা অংশটা টা টা অংশটা টা টা ডগা অংশটা টা টা অংশটা টা টা কেটে ফেলা। কিন্তু গাছটি অধিক উচ্চতার থাকার জন্য সচরাচর কেউ কাটতে সাহস পাননি। সাহস পেয়েছে ওই ব্যক্তি ।
তিনি রীতিমতো দীর্ঘ ওই পাম গাছের একদম গোড়ার দিকে দিকে উঠে গিয়ে কেটে ফেলেন গাছের সামনের অংশটা । মুহূর্তে অতো উঁচু থেকে পড়ে যায় গাছের সামনের অংশটি তারপর স্বাভাবিকভাবেই গাছের ঝাকুনিতে দুলতে থাকে কিছুক্ষণ ।





সম্প্রতি ভিডিওটি সামনে আসতেই মুহূর্তের মধ্যে হয়েছে ভাইরাল । অনেকে আবার পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ কাজ হিসেবে কাজ এর সাথে তুলনা করেছেন। মিলেছে প্রচুর সংখ্যক ভিউস তবে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ একমাত্র প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরাই করতে পারে । কখনো বাড়ির আশেপাশে বা যেখানে পাম গাছের চাষ হয়ে থাকে সেই সমস্ত জায়গায় নিজে এরকম করার চেষ্টা করবেন না । ঘটতে পারে বিপত্তি।