ভারতে করোনা আ-ব-হে কাজ হারিয়েছেন বহু মানুষ। অর্থনীতি খুবই বি-প-র্য-স্ত হয়ে পড়েছে। তার মাঝেই আবার স্বাভাবিক ভাবে সবকিছু পুনর্গঠন এর চেষ্টায় কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে ই এস আই সি প্রকল্পের দরুন ৪১ লক্ষ শিল্প শ্রমিককে সুবিধা প্রদান করার জন্য সরকারি নিয়ম শিথিল করা হয়েছে। এই নিয়ম চাকরিপ্রার্থীদের জন্য প্রযোজ্য হবে ২৪ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ইসিআইসি বোর্ডের অমরজিৎ কৌর বলেছেন, “এর আওতায় শ্রমিকরা তাদের বেতনের 50 শতাংশ নগদ বেকার ভাতা হিসেবে পাবেন। এই সিদ্ধান্ত অনুমোদিত হয়ে গিয়েছে। তিন মাসের বেতনের 50 শতাংশ টাকা শ্রমিকরা পাবেন বেকার ভাতা হিসেবে। এই প্রকল্পের নিয়মেই যদি আরো কিছুটা
ছাড় পাওয়া যেত তাহলে সরাসরি প্রায় আরো পাঁচ লক্ষ শ্রমিককে আর্থিক ভাবে সাহায্য করা যেতো।”জানা গিয়েছে যে সমস্ত শিল্প কর্মীরা 21 হাজার বা তার থেকে কম বেতন লাভ করেন তাদের এই ইএসআইসি প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই কর্মচারীদের প্রতি মাসের বেতনের একটি অংশ কেটে এস আই সির মেডিকেল বেনিফিট হিসাবে জমা পড়ে। শ্রমিকদের থেকে ইএসআইসি কাটা হয় প্রতিমাসে 0.75% এবং বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতি মাসে ইএসআইসি কাটা হয় 3.25%।
বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবার শ্রমিকরা তাদের টাকার শতাংশ এস আই সির শাখা অফিস থেকে তুলে নিতে পারবেন। সবকিছু খতিয়ে দেখে সরাসরি শ্রমিকদের একাউন্টে ওই টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। কাজ ছেড়ে দেওয়া 30 দিনের মধ্যে শ্রমিকরা এই টাকা দাবি করতে পারেন বলে জানা গিয়েছে। এই কাজের জন্য আগে সময়সীমা ছিল 90 দিনের। এইজন্য কর্মীদের 12 ডিজিটের আধার নম্বরের প্রয়োজন পড়ে।
জানা গিয়েছে এই বিষয়টি ‘অটল বীমা ব্যক্তি কল্যান প্রকল্প’ এর আওতাভুক্ত করা হবে। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার 2018 সালে সূচনা করেছিল এবং জানা গিয়েছিল 25% বেকার এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে সেই সময় এই প্রকল্পের বেশকিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা গিয়েছিল।