আজ আমরা এমন একটি মজার ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটি আপনারা হয়তো আগে কখনো শোনেননি বা দেখেননি।ঘটনাটি দেখার পর আপনারা একটু হলেও হতবাক হয়ে উঠবেন সে বিষয়ে কোনো দ্বিমত নেই! তবে কি সেই ঘটনা? তা বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটিতে। কুমিরের ভ-য়-ঙ্ক-র শক্তির কথা সম্পর্কে আমরা সকলেই জ্ঞাত।
এটি আকারে যেমন বৃহৎ ঠিক ততটাই একটি শক্তিশালী প্রানী হয়ে থাকে এটি। এই ভয়ং-ক-র প্রাণীটি জল এবং স্থল উভয় ক্ষেত্রে বিরাজ করতে সক্ষম। আর এই শি-কা-রী প্রাণীটি মূলত দাঁতের সাহায্যে শি-কা-র করে থাকে। অর্থাৎ শি-কা-র ধরার ক্ষেত্রে অধিকমাত্রায় এরা দাঁতের ওপরেই নির্ভরশীল।আর এদের দাঁতের কার্যক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। এক নিমিষে যে কোনো প্রাণীকে শি-কা-র করার ক্ষমতা রাখে।
প্রানীটির আকার যতো বড়োই হোক না কেন এই শি-কা-রি প্রাণী তাঁর শি-কা-রকে দাঁতের দ্বারা খুব সহজেই ধরাশায়ী করে ফেলতে পারে। তাঁর প্রমান আমরা মাঝেমধ্যেই পেয়ে থাকি বিভিন্ন টেলিভিশন এর পর্দায়, আবার এমন অনেক ঘটনাই শোনা যায় , যেখানে দেখা যায় মাছ ধরতে গিয়ে কুমিরের কবলে পড়ে প্রাণ হারাতে হয় মৎস্যজীবীদের। তবে আজকের ঘটনাটি সম্পূর্ণ বিরল একটি ঘটনা এবং তা শুনে একটু হলেও হতবাক নিশ্চয়ই হবেন আপনারা।
সম্প্রতি গোটা স্যোশাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে অতি সহজেই যেখানে এই প্রাণীটি অন্যান্য সকল প্রাণীকে দাঁতের দ্বারা নিজের বশ করে ফেলতে সক্ষম সেখানে এই কচ্ছপ এক অভূতপূর্ব কাণ্ড ঘটিয়ে দেখালো। তা দেখে সকলের তাজ্জব বনে যাওয়ার অবস্থা।ঘটনাটি দক্ষিণ ক্যারোলিয়ার। সূত্র থেকে জানা যাচ্ছে যে ঘটনাটি বেশ কয়েক বছর পূর্বের।তখনও এই ভিডিওটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সম্প্রতি ভিডিওটি আবার ভাইরাল হয়ে পড়েছে টুইটারের মাধ্যমে।
উল্লেখ্য আইআরএস অফিসার নাভেদ ট্রুম্বু এই ভিডিওটি পোস্ট করেছেন।কি রয়েছে এই ভিডিওটির মধ্যে! না দেখা যাচ্ছে এক কুমীর , একটি কচ্ছপ কে বাগে পেয়ে শিকারের চেষ্টা চালাচ্ছে। প্রথমের দিকে কুমীরটি, কচ্ছপটিকে মুখের মধ্যে ভরে খাওয়ার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়ে যায় ।
তখন সে কচ্ছপটিকে গিলে ফেলতে চেষ্টা করে কিন্তু বাধসাধে কচ্ছপের পিঠের শক্ত খোল। অবশেষে কুমিরের মুখ ফসকে মাটিতে পড়ে গেল কচ্ছপটি এবং পড়া মাত্রই সে রওনা দিল সেখান থেকে। আপনি যদি এখনও সেই ভিডিও না থাকেন তাহলে দেখে নিন, দেওয়া রইল সেই ভিডিও।
Thick skin and a strong mind are essential if you want to survive in this world. Nobody can break you down if you don’t let them. -Unknown pic.twitter.com/NePsZm5REq
— Naveed Trumboo IRS (@NaveedIRS) September 15, 2020