নিজস্ব সংবাদদাতা: আবারো এক বার বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ল মোদী ম্যাজিকের। টাইম ম্যাগাজিনের 2020 সালের বিশ্বের প্রভাবশালী ব্যাক্তিত্বের লিষ্ট প্রকাশ হয়েছে,যাতে ফের নাম রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর।
বিশ্বের অন্যতম বিখ্যাত ম্যাগাজিন হল টাইম ম্যাগাজিন।প্রায় শতবর্ষব্যাপী এই টাইম ম্যাগাজিনের কর্তৃপক্ষ এক দশকেরও বেশি সময় ধরে, প্রতিবছরই বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি তালিকা তৈরি করে। এই তালিকায় কোন নির্দিষ্ট সময়কালে বিভিন্ন ক্ষেত্রে যেমন-শিক্ষা রাজনীতি খেলা শিল্প ইত্যাদিতে প্রভাব ফেলা ব্যাক্তিত্বদের রাখা হয় ।
23 সেপ্টেম্বর টাইম ম্যাগাজিনের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয় এই তালিকা। এই তালিকার নাম “বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তি,২০২০”(100 most influential people of 2020)। ভারতের পক্ষ থেকে আরো অন্যান্যরা থাকলেও একমাত্র রাজনীতিবিদ হিসেবে নাম রয়েছে নরেন্দ্র মোদির।
2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী মোট চারবার এই তালিকায় স্থান পেলেন। টাইম ম্যাগাজিনে পক্ষ থেকে লেখা হয় গণতন্ত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল ভোট। একটি গণতন্ত্রে বিজয়ী নেতাদের যারা মনোনীত করেনি তাদের অধিকার নিয়েও আলোচনা হয়। ভারত বর্ষ বৃহত্তম গণতান্ত্রিক দেশ,এখানে প্রতিটি ধর্মের লোক এখানে বাস করে।
নরেন্দ্র মোদী ছাড়াও এই তালিকায় রয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই বলিউড অভিনেতা গায়ক আয়ুষ্মান খুরানা। এছাড়াও রয়েছেন 82 বছরের বিলকিস দাদি নামে পরিচিত বিলকিস। শাহীনবাগ আন্দোলনের সময় থেকেই বিলকিস পরিচিত নাম। এই তালিকায় রয়েছেন প্রফেসর রবীন্দ্র গুপ্তা। তিনি গত বছর লণ্ডনে একজন HIV রোগীকে সুস্থ করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
They’ve won elections, guided movements, achieved reform and changed the world for better—and sometimes for worse. These are the Leaders of the 2020 #TIME100 https://t.co/usxpGZkNS9 pic.twitter.com/RJu8i6M6bd
— TIME (@TIME) September 23, 2020