মানুষের মধ্যে থাকা উচিত যথার্থ শিক্ষা। অর্থাৎ মানুষের মধ্যে থাকা উচিত মনুষ্যত্ব। মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হয় সবসময়ই। বিপদে-আপদে মানুষকে সাহায্য করাই হলো মানুষের প্রকৃত মনুষ্যত্বের ধর্ম। অসহায় , আর্তের সেবা করাই হচ্ছে মনুষ্যত্ব। অনেক ডিগ্রী অর্জন করেও যথার্থ মানুষ হওয়া যায়না। যথার্থ মানুষ হওয়ার জন্য লাগে উন্নত মানসিকতা। সমাজের বুকে এরকম ঘটনা অনেক রয়েছে যেখানে দেখা গিয়েছে উচ্চ পদাধিকারীরা ব্যক্তিরা যথার্থ মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন।
যেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উচ্চ পদে নিযুক্ত ব্যক্তিরা বা প্রভাবশালী ব্যক্তিরা সাধারণ মানুষের অসুবিধা এবং অসহায় অবস্থা দেখে তাদের পাশে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেন। সেখানে বহু এরকম মানুষেরও দেখা মেলে যারা অসহায় , আর্ত মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকেন। এ রকম একটি ঘটনা ঘটল ভারতের অন্যতম একটি রাজ্যে।
বিমানবন্দর থেকে ফিরছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। তার লম্বা কনভয়ের পিছনে পড়ে আটকে গিয়েছিল একটি অ্যাম্বুলেন্স। ব্যাপারটি বুঝতে পেরে সাথে সাথে নিজের কনভয় থামিয়ে ওই অ্যাম্বুলেন্স টিকে যাওয়ার পথ করে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মানবিকতা সমাজের সর্বস্তরে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
জানা গিয়েছে এক ব্যক্তি পথ দু-র্ঘট-না-য় গুরুতর জ-খ-ম হয়েছিলেন। সেই জ-খ-ম ব্যক্তিকে হাসপাতালে উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। গুরুতর আ-হ-ত ওই ব্যক্তিকে বিজয়ওয়াড়া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন বিমানবন্দর থেকে নিজের বাসভবনে ফিরছিল নই মুখ্যমন্ত্রী তখনই তিনি বুঝতে পারেন তার বিশাল কনভয়ের পিছনে একটি অ্যাম্বুলেন্স আটকে রয়েছে। তখনই নিজের কন্ঠে থামিয়ে অ্যাম্বুলেন্স কে যাওয়ার পথ করে দেন তিনি।
মানবিক ওই মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। তার পিতার 11 তম মৃ-ত্যুবার্ষিকীতে পুলিভেনদুলায় তাঁর পিতার সমাধিস্থলে শ্রদ্ধা অর্পন করতে গিয়েছিলেন জগন মোহন রেড্ডি । গতকাল বুধবার বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে ফেরার সময় মুখ্যমন্ত্রীর এই মানবিক আজ সকলের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে। সকলেই বলছেন একজন নেতার এই ধরণেরই মানসিকতা হওয়া উচিত। সকলেই জগন মোহন বাবুর এই আচরণকে কুর্নিশ জানিয়েছেন।
#WATCH Andhra Pradesh: Chief Minister YS Jaganmohan Reddy’s convoy gave way to an ambulance that was on its way to Vijayawada ESI Hospital, earlier today. pic.twitter.com/LG0bKQWhPP
— ANI (@ANI) September 2, 2020