নিজস্ব প্রতিবেদন :- জন্মদিন হলো এমন একটা দিন যেখানে প্রতিটা মানুষের একটা আলাদা আশা থাকে। অন্যান্য দিনের তুলনায় উপহার ,শুভেচ্ছার পাশাপাশি থাকে প্রিয় মানুষ জনের প্রতি অপেক্ষা । প্রত্যেকেই চাই তার প্রিয় মানুষজন তাকে এক বিশেষ ভাবে সারপ্রাইজ উপহার বা শুভেচ্ছা দিক । দিনটি হয়ে উঠুক আরো রঙ্গীন । তারপর যদি কথা হয় দেশের প্রধানমন্ত্রী জন্মদিন নিয়ে তাতে ব্যাপার স্যাপারই আলাদা ।
লক্ষ লক্ষ ভক্ত ,অনুগামীদের শুভেচ্ছাবার্তা তো রয়েছে। কিন্তু তার মধ্যেও এমন একটি শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর সাথে সাথে নজর কেড়েছে নেটদুনিয়ায় নেটিজেনদের। কি সেই শুভেচ্ছা বার্তা? এবং কে দিলো সেই শুভেচ্ছা বার্তা , আসুন জেনে নেওয়া যাক ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন উপলক্ষে বছর ১৫ র এক তরুণী গাওয়া গান এখন শিরোনামের শীর্ষে । সংযুক্ত আরব আমিরাত এর বছর ১৫ ওই কিশোরী প্রধানমন্ত্রী ৭০ তম জন্ম দিবস উপলক্ষে একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ।তারপর আর সময় নেয়নি বেশিক্ষণ। মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও । খালিজ টাইমস এ রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান হাই স্কুলে পড়া শাস্ত্রীয় সংগীত বিভাগের ওই কিশোরীর নাম সুচেতা সতীশ । তার গাওয়া এই গানটির নাম ” নমোনমো বিশ্বগুরু ভারত ” যা এই মুহূর্তে প্রতিটি সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে বিরাজমান ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যায় মালায়লাম ভাষায় রচিত গানটি হিন্দিতে অনুবাদ করে গেছেন ওই কিশোরী। গানটির মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ার থেকে শুরু করে ভারতের বিভিন্ন পাহাড়-পর্বত সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে । তুলে ধরা হয়েছে মেক ইন ইন্ডিয়ার জয়যাত্রার কথা ও ।
এক মিডিয়া তথ্য অনুযায়ী এক মালায়াম গীতিকার অজয় গোপাল গানটি লিখেছেন এবং সুচেতার মা এই গানটি সুর দিয়েছেন। এবং গানটি গেয়েছেন সুচেতা ।গানটি যদিও মালায়লাম ভাষায় তবুও ওই কিশোরী গানটি কে হিন্দি ভাষায় অনুবাদ করেন। আপনাদের জানিয়ে রাখি কয়েক দিন আগে কোভিড -১৯ নিয়ে ২৯ টি ভাষায় সচেতন মূলক গান লিখেছিলেন এই কিশোরী । বিশ্ব রেকর্ড করেছে এই গান টি এমনটাই সূত্রের খবর ।