মাত্র দুটি জিনিস খেয়াল রেখে করুন কাঁঠাল গাছের পরিচর্যা, কয়েকদিনের মধ্যেই হবে বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদন: গ্রীষ্মের একটি অন্যতম ফলের মধ্যে রয়েছে কাঠাল । যদিও এটা খেতে অনেকেই খুব একটা পছন্দ করেন না। তবে কাঁঠাল প্রেমী মানুষের সংখ্যাটাও কিন্তু নেহাতই কম নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কাঠাল গাছের কিছু বিশেষ পরিচর্যার কথা বলব। যেটা খুব সহজেই আপনারা বাড়িতে করে নিজেদের বাগানে কাঁঠাল গাছ বড় করে তুলতে পারবেন।

স্টেপ বাই স্টেপ এই কয়েকটা পরিচর্যা খেয়াল রাখলে আপনার কাঁঠাল গাছে কিন্তু ব্যাপক ফলন হবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক। আসলে বাড়িতে গাছ লাগালেও অনেকের কাছে উপযুক্ত পরিচর্যা সম্পর্কিত জ্ঞান থাকেনা। চলুন এবার সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।

১) কাঁঠালের সিজনের শেষে গাছের গায়ে যে মরা কাঁঠাল গুলো লেগে থাকে সেগুলোকে সুন্দর করে আপনাকে প্রুনিং করিয়ে নিতে হবে। গায়ে কোনভাবেই যেন কোন মরা কাঁঠালের বোঁটা না লেগে থাকে সেদিকে খেয়াল রাখবেন। দেখবেন সিজন শেষে কাঁঠালের গায়ে কিছু ছোট ছোট শাখা বেরিয়ে থাকে এগুলো কেউ কিন্তু একই রকম ভাবে আপনাকে কাটিং করিয়ে নিতে হবে।এই শাখাগুলোকে fruit stock বলা হয়ে থাকে যা কেটে দিলে পরবর্তী সিজনে আপনারা কিন্তু সময় মতন কাঁঠাল পেয়ে যাবেন।

২) গাছে আপনাকে কিন্তু দুবার পরিচর্যা করতে হবে কাঁঠালের বাম্পার ফলন পেতে গেলে। প্রথমবার পরিচর্যা করতে হবে যখন বর্ষার সিজন শেষ হয়ে যাবে। তবে এটা কিন্তু কিছু ক্ষেত্রে কাঁঠাল গাছের বয়সের উপর ও নির্ভর করবে। যদি আপনার গাছের বয়স সাত বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে গাছের গোড়ার মাটি একটু আলগা করে নিয়ে, ২৫ কেজি মতো জৈব সার প্রয়োগ করবেন। যদি গোবর সার প্রয়োগ করতে পারেন খুবই ভালো হয়। তবে এছাড়াও আপনাকে দিতে হবে ৪০০ গ্রাম পর্যন্ত ইউরিয়া, ৫০০ গ্রাম পর্যন্ত টিএসপি এবং ৮০ গ্রাম পর্যন্ত দেবেন জিপসাম। এই সারগুলো আপনাকে প্রয়োগ করতে হবে সেপ্টেম্বর অক্টোবর এর দিক করে।

৩) অন্যদিকে মার্চ থেকে মে মাসের মধ্যে উপরের পরিমাণ গুলো বজায় রেখে আপনারা আরো একবার কাঁঠাল গাছের গোড়ায় এই সার গুলো প্রয়োগ করে দেবেন। যদি গাছের বয়স সাত বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সারের পরিমাণ আপনাকে আরো একটু করে বাড়িয়ে দিতে হবে। এই কয়েকটা বিষয় খেয়াল রাখলেই আপনাদের যে সমস্ত কাঁঠাল গাছের ফলন হচ্ছে না সেখানেও কিন্তু দারুণ ফলন চলে আসবে।

Leave a Comment