







নিজস্ব প্রতিবেদন: কমবেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু জবা ফুলের গাছ রয়েছে। আমরা সকলেই এই ফুলের গাছ অত্যন্ত পছন্দ করে থাকি এবং এটা নিত্যদিনের পূজোতেও ব্যবহার করা হয়।। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জবা ফুল গাছের একটি বিশেষ পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আপনাদের যাদের বাড়িতে জবা গাছ রয়েছে যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে কিন্তু কখনোই গাছে ফুল আশা নিয়ে বা অন্য কোন ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না। চলুন তাহলে দেরি না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।




প্রসঙ্গত উল্লেখ্য জবা গাছ টবে প্রতিস্থাপনের সময় অবশ্যই কিন্তু গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট দেওয়া প্রয়োজন। এছাড়াও যদি বাড়িতে সরিষার খোল থাকে সেটা কেউ আপনারা ব্যবহার করতে পারেন। মোটামুটি গাছ প্রতিস্থাপন করার দুই মাস পর থেকে আপনাদের এই সরিষার খোল পচিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ দিন। এর থেকে বেশি দিন হলেও কোন সমস্যা নেই। এই জিনিসটাকে চায়ের লিকার এর মতন পাতলা করে প্রতি সপ্তাহে গাছে দিয়ে দেবেন। চাইলে কিচেন ওয়েস্ট অথবা সবজি পচা জলও কিন্তু প্রয়োগ করতে পারেন।
যদি গরম কাল হয়ে থাকে সেক্ষেত্রে ১৫ দিন অন্তর অন্তর এই খোল পচা জল প্রয়োগ করবেন। পাঠকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি গাছের ছাটাই অথবা প্রূনিং এর উপযুক্ত সময় হল বর্ষাকাল। বর্ষাকালে কিন্তু সময় মত আপনাদের অবশ্যই এই কাজটা করতে হবে। গাছের গোড়ায় রাসায়নিক সার হিসেবে আপনারা ডিএপি দিতে পারেন এক চামচ করে। কয়েকদিনের মধ্যে গাছটি যখন একটু ঝাকালো হয়ে যাবে তখনই দেখবেন ধীরে ধীরে কিন্তু ভালোভাবে ফুল চলে এসেছে। ব্যাস এই সমস্ত টিপসগুলি অবশ্যই মাথায় রেখে আপনারা আজ থেকেই বাড়িতে জবা গাছের পরিচর্যা শুরু করে দিতে পারেন।











