







নিজস্ব প্রতিবেদন: জবা হলো এমন একটি ফুল যা কমবেশি প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু মানুষ রেখে থাকেন। দৈনন্দিন বিভিন্ন পুজোতেও এই ফুলের বিশেষ ভূমিকা রয়েছে। সুতরাং বলা যায় এই ফুলের বাজার চাহিদাও খুব একটা খারাপ নয়। অতএব আপনারা যদি এই ফুলের চাষ করে থাকেন বা বাড়িতে এই ফুলের গাছ লাগিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সব দিক থেকেই লাভবান হবেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিদেশি জবা নিয়ে নিজেদের একটি ছোট অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি দেখাবো জবা গাছের তরল সার প্রয়োগের একটি বিশেষ পদ্ধতি। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক। চাইলে আপনারা সঙ্গে থাকা ভিডিওটিও দেখে নিতে পারেন।




জবা গাছের বিশেষ পরিচর্যা:
প্রতিবেদনের সঙ্গে যে ভিডিওটি দেওয়া রয়েছে তাতে আপনারা প্রথমেই দেখে নিতে পারেন কত সুন্দর ভাবে জবা ফুলের রঙ ধরেছে এবং চারাটি ভরে উঠেছে। তবে কোনো রকম যত্ন ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। লক্ষ্য করে দেখবেন অনেক জবা গাছেই কিন্তু দুই থেকে তিন মাস পর্যন্ত বিশেষ কোনো বৃদ্ধি লক্ষ্য করা যায় না । কিন্তু যদি একটি বিশেষ সার এতে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ফলাফল আপনারা হাতেনাতেই দেখতে পারবেন।




গাছের বৃদ্ধির জন্য কি করবেন?
যদি দীর্ঘ সময় পর্যন্ত জবা গাছের কোনরকম গ্রোথ লক্ষ্য না করা যায় সেক্ষেত্রে কলার খোসা এবং পেঁয়াজের খোসা বেশ কিছুদিন জলে ভিজিয়ে রেখে সেই জল সংগ্রহ করে নেবেন।। তারপর সেটির মধ্যে দুই থেকে চার দানা ডিএপি এবং সামান্য পরিমাণে ইউরিয়া মিশিয়ে নেবেন। তবে ইউরিয়া সার কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োগ করবেন না। শুধুমাত্র জবা নয় যে কোন গাছের ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য। এবার এই মিশ্রণটি খুব সহজেই আপনারা তৈরি করে জবা গাছে প্রয়োগ করতে পারেন যা গাছের বৃদ্ধিতে সহায়তা করবে।




এই তরল সার গাছে প্রয়োগ করলে শুধুমাত্র ভালো কুড়ি আসবে তা নয়, গাছের পাতার আকার এবং গাছের আকারেও অত্যন্ত ভালো রকমের পরিবর্তন আসবে। এছাড়াও যখন জবা গাছ বেড়ে উঠবে তখন আপনাদের কিন্তু এটাকে সূর্যের আলোতে রাখতে হবে কারণ এই গাছ অত্যন্ত বেশি পরিমাণে আলো পছন্দ করে। অনেকেই এই ব্যাপারটি জানেন না তাই হয়তো কিছু সময় গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যায় বা ভালোভাবে ফুল আসে না। আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। গাছপালা সংক্রান্ত এ ধরনের টিপস পেতে চাইলে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।।











