







নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি শিবরাত্রি উপলক্ষে যে সমস্ত ফুলগুলির সব থেকে বেশি চাহিদা ছিল তার মধ্যেও অত্যন্ত উল্লেখযোগ্য হলো অপরাজিতা ফুল। কমবেশি অনেকেই কিন্তু বাড়িতে এই গাছটি লাগিয়ে থাকেন এবং সঠিকভাবে পরিচর্যা করলে এই গাছ থেকে ব্যাপক পরিমাণে ফুল পাওয়া যেতে পারে।
দেবাদিদেব মহাদেবের পুজো ছাড়াও এই অপরাজিতা বা নীলকন্ঠ ফুলের বিশেষ কিছু গুনাগুন রয়েছে যা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। তাই বাড়িতে যারা অপরাজিতা গাছ বড় করে তুলতে চাইছেন অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়ুন এবং পারলে নিজের বাগান প্রেমী বন্ধুবান্ধবদের সঙ্গে এটাকে শেয়ার করে নিন।




অপরাজিতা গাছের পরিচর্যা এবং সার প্রয়োগ :
অপরাজিতা গাছে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায় যেমন ধরুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই মাঝে গাছ ট্রিমিং করে নেওয়া প্রয়োজন। যদি আপনার অপরাজিতা গাছের ডাল জংলি ভাবে বেড়ে উঠে থাকে তাহলে কিন্তু এটা ভীষণভাবে প্রয়োজন। নয়তো দেখবেন গাছের বৃদ্ধি হতে বা ফুল আস্তেও সমস্যা দেখা দিতে পারে। যখন আপনারা অপরাজিতা গাছে ট্রিমিং করবেন তখন দেখবেন কোথা থেকে নতুন ডাল বেরোচ্ছে। কারণ সেখান থেকে কাটলেই কিন্তু সুবিধে হবে।




যে অংশে নতুন ডাল বেরোচ্ছে সেই অংশটা কে কেটে নিন।। প্রধান কাণ্ড থেকে লক্ষ্য করবেন যে সমস্ত মোটা ডাল রয়েছে সেগুলোকেও চেষ্টা করবেন কেটে ফেলার। মাথায় রাখবেন এই গাছের নিয়ম হচ্ছে এই গাছকে আপনারা যতটাই কাটাইছাঁটাই করবেন এটা কিন্তু ততটাই ঘন হয়ে যাবে। চেষ্টা করবেন প্রত্যেক বারই গাছ অত্যন্ত ঘন হয়ে যাওয়া বা বা ডালপালা ছড়িয়ে যাওয়ার পরে গাছে ভাবে কাটাই করে নেওয়ার। গাছের যে সমস্ত ডাল উপরের দিকে রয়েছে শুধুমাত্র সেগুলিই যেন গাছে থাকে।তাহলে কিন্তু গাছের বৃদ্ধিতে আর আপনাদের কোন সমস্যার মুখোমুখি হতে হবে না।। এবার আসা যাক গাছের সার প্রয়োগের কথায়।
গাছকে কিন্তু আপনাদের পরিমাণ মতন ভরপুর জল দিতে হবে সময়ে। অপরাজিতা গাছে যখন আপনারা সার প্রয়োগ করবেন তখন এর গোড়ার মাটি একটু খুড়ে নেবেন। এবার এতে আপনাদের দিয়ে দিতে হবে একটি জৈব মিক্সচার সার। মোটামুটি এক মুঠো পরিমাণে এই সার নিয়ে গাছের গোড়ার মাটিতে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন এই গাছের মধ্যে যেন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে নানান ধরনের অনুখাদ্য মেশানো থাকে। তাহলে কিন্তু আর অন্য কোন ধরনের সার প্রয়োগ করার প্রয়োজন নেই। শুধুমাত্র এই একটাতেই কিন্তু ভালো কাজ হয়ে যাবে।




অপরাজিতা বা নীলকন্ঠ ফুলের উপকারিতা:
১) এই ফুল দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।এর সাহায্যে ঝাপসা দৃষ্টি, রেটিনার ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া যায়।
২)রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করায় ডায়াবেটিস রোগীদের জন্য অপরাজিতার চা অবিশ্বাস্য উপকারী। খাবারের মাঝে নেওয়া এক কাপ নীল চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
৩) অকালে চুল পড়া রোধ করতেও কিন্তু অপরাজিতা ফুলের ভূমিকা রয়েছে।ফুলের উপাদান অ্যান্থোসায়ানিন মাথার ত্বকে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। এইভাবে চুলের ক্ষতি এবং চুল পড়ার চিকিৎসা করা যায়।











