একেবারে হালকা ওজনের মধ্যে দুর্দান্ত ডিজাইনের ৮ টি সোনার বালার কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: ফাল্গুন মাসের শেষ পর্বে এখন কিন্তু সম্পূর্ণরূপে বিয়ের সিজন চলছে। এই সময়ে অনেকেই কিন্তু নানান ধরনের গয়না কেনাকাটি করছেন। যদি আপনিও বিয়ে বা বিশেষ কোন অনুষ্ঠানের জন্য সম্প্রতি বালা কেনার কথা ভাবছেন তাহলে আজকের এই প্রতিবেদনটা শুধুমাত্র আপনাদের জন্য। খুবই কম ওজনের মধ্যে কিছু লেটেস্ট ডিজাইনের বালার কালেকশন আমরা আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এর মধ্যে যেমন ব্রাইডাল কালেকশন থাকবে, ঠিক তেমনভাবেই কিন্তু কিছু সাধারণ ডিজাইনও থাকবে। চলুন সময় নষ্ট না করে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১) প্রতিবেদনের শুরুতেই অনেকটা কঙ্কনের ডিজাইনে তৈরি একটা বালা আপনাদের দেখাবো যার ঠিক মুখের কাছে দুদিকে মিনাকারী ময়ূরের ডিজাইন করা রয়েছে। বিয়ের দিনের জন্য এটা কিন্তু একেবারে আদর্শ কালেকশন।

২) যে দ্বিতীয় ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটা অনেকটা রুলিবালার ডিজাইনে ময়ূরের মিনাকারি কাজ করে তুলে ধরা হয়েছে ‌। এই বালাটির কিন্তু কোন নির্দিষ্ট মুখ নেই।

৩) এবার যে ডিজাইনটি আপনারা দেখছেন সেগুলো অনেকটা চারগাছি চুড়ির মতন ডিজাইনে তৈরি করা হয়েছে। এগুলোর অল ওভার বডিতে রয়েছে বিভিন্ন রকমের নকশার মিনাকারি কাজ।

৪) একটু রয়াল ডিজাইনের মধ্যে অল ওভার বডিতে বিভিন্ন নকশায় আর মিনাকারিতে কাজ করা একটা খিলান দেওয়া বালা আপনাদের দেখাবো। ভীষণ সুন্দর ডিজাইন টা কিন্তু বিয়ের দিনের জন্য একেবারে আদর্শ।

৫) ফ্লাওয়ার মোটিভে তৈরি এবার একটা মিনাকারি রুলিবালা আপনাদের দেখাবো যা রেগুলার ইউজ বা ছোটখাটো অকেশনের জন্য ব্যবহার করতে পারবেন।

৬) হুবহু আগের ডিজাইন টার মতই এবার আরও একটা কালেকশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এটাও কিন্তু একটা ভীষন মিষ্টি কালেকশন এবং রেগুলার ইউজের জন্য ভালো।

৭) লাল রঙের মিনাকারীর কাজের সঙ্গে একটা রয়াল টাচ নিয়ে এসে মিরর ফিনিশিংসহ এই বালাটা তৈরি করা হয়েছে। বিয়ে থেকে শুরু করে যে কোন অকেশন পারপাস পড়তে পারেন।

৮) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে। রাউন্ড ডিজাইনের মধ্যে মুখের কাজ করা এবং অল ওভার বডিতে মিনা কারি করা একটা বালা এবার আপনাদের দেখাতে চলেছি। যে কোন বিশেষ দিনের জন্য এরকম একটা ডিজাইন আপনারা ক্যারি করতে পারেন।

Leave a Comment