একেবারে আধুনিক ডিজাইনের মধ্যে দেখে নিন লেটেস্ট ডিজাইনের ব্রাইডাল জুয়েলারির ১০ টি কালেকশন

নিজস্ব প্রতিবেদন: বেশিরভাগ ক্ষেত্রেই গহনার কথা বলতে গেলে মহিলাদের মনে প্রথমেই চলে আসবে সোনার নাম। তবে আজকাল আধুনিক ডিজাইনের অনেক গয়নাই কিন্তু বিয়েতে পরিধান করতে পছন্দ করে থাকেন মেয়েরা। এই গয়না গুলোর মধ্যে সব ক্ষেত্রে কিন্তু সোনার ব্যবহার করা হয় না। কিছু ক্ষেত্রে নানান ধরনের নামিদামি স্টোন অথবা থাকে কুন্দনের কাজ। আজ আমরা পাঠক বন্ধুদের সমস্ত ধরনের চাহিদার কথা মাথায় রেখেই কিছু লেটেস্ট ডিজাইনের ব্রাইডাল জুয়েলারি আপনাদের দেখাবো যা সম্পূর্ণ ইউনিক কালেকশন হিসেবে আপনারা রাখতে পারেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।

১) প্রতিবেদনের শুরুতেই আপনারা যে ব্রাইডাল নেকলেসটি দেখছেন সেটা সম্পূর্ণ সোনার উপরের স্টোন বসিয়ে তৈরি করা হয়েছে এবং এর ঠিক নিচের অংশে রয়েছে লাল রঙের স্টোনের কাজ। এটা যেন একটি রাজকীয় সৌন্দর্য এনে দিয়েছে নেকলেসটিকে। সাথে আপনারা মানানসই কানের দুল এবং টিকলিও পেয়ে যাচ্ছেন।

২) আজকাল বলিউড থেকে শুরু করে টলিউড অনেকেই কিন্তু এই ধরনের একটা গলা-ভরা চোকার বা নেকলেসের ডিজাইন খুবই পছন্দ করে থাকেন। এটাও অফ হোয়াইট আর মেরুন রং এর স্টোন এর উপর কাজ করে তৈরি করা হয়েছে। বিয়েতে একটু সেলিব্রিটি ভাব বজায় রাখতে চাইলে এরকম একটা কালেকশন আপনারা দেখতে পারেন।

৩) সম্পূর্ণ কুন্দনের কাজ করা একটা নেকলেসের সেট আপনাদের দেখাবো। সবুজ রঙের স্টোনের উপর এটাকে ফুটিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দরভাবে। নেকলেসের সাথে মানানসই ঝুমকা, সীতাহার, নথ এবং টিকলি আপনারা পেয়ে যাচ্ছেন।

৪) আবারো একটা গলা ভরা চোকারের ডিজাইন দেখে নিন। বেশিরভাগ নন বেঙ্গলি ওয়েডিং এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিজাইন কাজে লাগানো হয়ে থাকে।

৫) একটু হালকা ডিজাইনের মধ্যে যারা নেকলেস নিতে চান এই ধরনের একটা কালেকশন আপনারা ট্রাই করে দেখতে পারেন। গোল্ডেন কালারের উপর কম্বিনেশন করে এই স্টোনের ডিজাইন টা তৈরি করা হয়েছে। বিয়ের দিন একটা ইনোভেটিভ ছোঁয়া রাখতে চাইলে এরকম একটা কালেকশন আপনারা দেখতে পারেন। এটার সাথেও আপনারা মানানসই ঝুমকা, হাতের বালা, মানতাসা এবং টিকলি পেয়ে যাচ্ছেন।

৬) অকেশন পারপাস একটা কালেকশন এবার আপনাদের দেখাবো। যদিও এটা আপনারা বিয়েতেও কাজে লাগাতে পারবেন। স্টোন আর কুন্দনের মিশলে এটাকে তৈরি করা হয়েছে। নেকলেসের সাথে এখানে আপনারা খুব সুন্দর একটা ব্রাইডাল কান, রানিহার এবং রাজস্থানী টিকলি পেয়ে যাচ্ছেন।

৭) ব্রাইডাল কালেকশন হিসেবে এবার একটা গলা ভরা চোকার আপনাদের দেখাবো যেটার উপরে ছোট থেকে বড় বিভিন্ন স্টোনে নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছে। সাথে থাকছে মানানসই কানের ঝুমকা এবং টিকলি।

৮) এবার আপনাদের যে নেকলেসের ডিজাইন টা দেখাতে চলেছি সেটা কিন্তু গায়িকা নেহা কাক্কার নিজের বিয়েতে পড়েছিলেন। এই ধরনের একটা সেলেবসুলভ ডিজাইনও আপনারা ট্রাই করে দেখতে পারেন যেটা সম্পূর্ণ গোল্ড এর পাশাপাশি স্টোনের উপরে ফুটিয়ে তোলা হয়েছে।

৯) রাজকীয় ছোঁয়ায় তৈরি এই ধরনের একটা কালেকশন আপনাদের ভালো লাগতে পারে। এটাও খুব সুন্দর ভাবে গ্রীন কালারের স্টোন এর উপর ফুটিয়ে তোলা হয়েছে।

১০) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে। এই কালেকশনটা একটু বিশেষ তার কারণ এটা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের কালেকশন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সেলিব্রিটিদের ডিজাইন গুলি কপি করতে পছন্দ করে থাকেন। তারা কিন্তু এই ধরনের একটা কালেকশন বিয়েতে ট্রাই করতে পারেন।

Leave a Comment