কখনোই পাননি ইন্ডাস্ট্রিতে প্রকৃত সম্মান,কেমন কেটেছিল জনপ্রিয় অভিনেতা তুলসী চক্রবর্তীর শেষ জীবন?

নিজস্ব প্রতিবেদন : বাংলা সিনেমার ইতিহাসে যদি স্বনামধন্য কোন অভিনেতার নাম লিখতে বলা হয় সেখানে স্বচ্ছন্দে কিন্তু তুলসী চক্রবর্তীর নাম লেখা যেতে পারে। তার অভিনয় যেন অভিনয় ছিল না পুরোটাই ছিল একেবারে ন্যাচারাল।কোনও খাদ নেই। উচ্চকিত স্বরে গলা কাঁপিয়ে ডায়ালগ নেই। ভাঁড়ামো নেই, ন্যাকামো নেই, ছদ্ম গাম্ভীর্য নেই, তবে আছেটা কী? ওই, চোখ দু’টি। কত … Read more