চরম অর্থ কষ্টে অভিনয় করতে করতেই মারা যান কালি ব্যানার্জি, কেমন ছিল এই অভিনেতার শেষ জীবন?
নিজস্ব প্রতিবেদন: যুদ্ধ, দাঙ্গা এবং মন্বন্তর পেরিয়ে স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক জুড়ে বাংলা চলচ্চিত্র এবং নাটকের যে স্বর্ণযুগের সূচনা হয়েছিল তার সাক্ষী যারা ছিলেন তারা জানেন, তখন এক ঝাঁক শিল্পী, গানে ,নাটকে, অভিনয়ে, নাচে সবকিছুতেই একেবারে নক্ষত্রের মতন আবির্ভূত হয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে রয়েছেন। কালি ব্যানার্জি তাদের মধ্যে অগ্রগণ্য … Read more