নিজস্ব প্রতিবেদন:-বাংলা সিনেমাতে মিঠুন চক্রবর্তীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে । তার কারণ একমাত্র তাঁর অভিনয় । একের পর এক বিভিন্ন ধরনের বাংলা ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। তার পাশাপাশি হিন্দি সিনেমা তো তার খ্যাতি রয়েছে প্রচুর। সেই বলিউড ইন্ডাস্ট্রিতে মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করা জরিনা শেখ কে নিশ্চয়ই মনে আছে আপনাদের? বিভিন্ন হিন্দি ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে অভিনয় করেছে এই অভিনেত্রী । কিন্তু এখন তার অভিনয় জগত সম্পূর্ণ আলাদা দিকে মোড় নিয়েছে।





সম্প্রতি বিগ বস ১৪ তে ১১ জনের প্রতিযোগিতার তালিকার নাম প্রকাশে এসেছে। সালমান খান প্রযোজিত এই শো টির নাম প্রকাশ্যে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা রত ছিল অনেকে । সেই ১১ জন নামের পাশাপাশি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে এবছর সিজনে রয়েছে বিশেষ চমক, ওয়াইল্ড কার্ড এন্ট্রি থাকবে। ওয়াইল্ড কার্ড এন্ট্রির চারজনের মধ্যে একজন হলেন মিঠুন চক্রবর্তীর সাথে অভিনয় করা সেই জারিনা শেখ যাকে বর্তমান সমাজে এই মুহূর্তে ” স্বপ্না ভাবি” বলে চেনেন ।
হিন্দি তামিল মারাঠা সমস্ত সিনেমাতে রীতিমতো চুটিয়ে অভিনয় করা এই স্বপ্না থাকছে ২০১৪ তে। স্বপ্না নিজের বোল্ড ইমেজের জন্য দর্শকদের কাছে খুব প্রিয়৷ ২০০-র বেশি ছবিতে কাজ করেছেন তিনি৷ বি গ্রেড ছবিতে নিজের আগুন আন্দাজের জন্য চর্চায় থাকেন । সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ি আগামী সপ্তাহে স্বপ্না বিগ বসের বাড়িতে এন্ট্রি নিতে পারেন৷





তাছাড়া এই স্বপ্না বেশ পরিচিতি লাভ করেছিল তার নিজের এরোটিক রিয়েলিটি শো স্বপ্না ভাবির জন্য অলরেডি চারটা সিজন আছে এছাড়াও ২০১৩ সালে গুজরাতের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল৷ বিয়ের কিছু সময় পরেই তাঁর স্বামী তাঁকে ছেড়ে দেন৷ সাক্ষাৎকারে স্বপ্না জানিয়েছিলেন তাঁর সেলিব্রিটি স্টেটাস থেকে ফায়দা তোলার জন্য তাঁকে বিয়ে করেছিলেন তাঁর স্বামী ।
বড় পর্দাতে অভিনয় এর পাশাপাশি সেমি পর্ন ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করেছেন স্বপ্না৷ সেগুলি হল স্বপ্না ভাবি, তাঁক ঝাঁক, লাভ লাস্ট ড্রামা, স্বপ্না কে আঙ্গুর , বস৷ সেলুলয়েডে বোল্ড আন্দাজের পাশাপাশি ঝাঁঝালো বক্তব্যের জন্যেও তিনি দারুণ পপুলার। মাঝে মধ্যেই তিনি তার অনুগামীদের জন্য ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এ ।





https://www.instagram.com/p/CFLXTlgpT0l/?utm_source=ig_web_copy_link