গত ১৪ ই জুন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। এখনও সারা দেশ উথাল পাথাল তাঁর মৃ-ত্যুতে। বলিউডের অন্ধকার দিকটা উন্মোচিত হয়েছে সকলের সামনে। করণ জোহর, সঞ্জয় লীলা বনসালি, একতা কাপুর, সলমন খান প্রমুখের নামে মা-ম-লা দায়ের হয়েছে। অনেকেই বলিউডের স্বজনপোষন নীতি নিয়ে অধিক মাত্রায় সরব হয়েছেন। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে মনোজ বাজপেয়ী, শেখর কাপুর, অনুভব কাশ্যপ এবং তাবড় তাবড় সেলিব্রিটি রা মুখ খুলেছেন বলিউডের চলতে থাকা এই নেপোটিজমের বি-রু-দ্ধে।
এরই মধ্যে মা-ম-লা দায়ের হয়েছে করণ জোহর, আলিয়া ভাট, সলমন খান, একতা কাপুরের বি-রু-দ্ধে। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জে-রা করছে পুলিশ। সুশান্তের মৃ-ত্যুর কারণ ছিলো মানসিক অবসাদ- এই বিষয়টাকে প্রাথমিক ভাবে মনে করছে মুম্বাই পুলিশ। সুশান্তের মৃ-ত্যুর জন্য সিবিআই ত-দ-ন্তের দাবিতে সোচ্চার হয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী এবং বহু সেলিব্রিটি রাও। অবশেষে সিবিআই কেস হাতে নিয়েছে সুশান্তের মৃ-ত্যুর ত-দ-ন্তের।
সুশান্তের মৃ-ত্যু ত-দ-ন্তে নেমে রোজই পুলিশের হাতে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রমাণ। এই পরি-স্থিতে উদ্ধার করা হয়েছে সুশান্তের ২০১৮ থেকে ২০১৯ সালের একটি ডায়েরি। এই ডাইরি থেকে প্রাপ্ত তথ্য তাঁর মৃ-ত্যুর র-হ-স্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আশাবাদী পুলিশ। এই ডাইরি থেকে সুশান্তের লেখা তার জীবনে এগিয়ে চলার লক্ষ্যমাত্রা গুলি দেখে কখনই মনে হবে না যে এই প্রতিভাময় অভিনেতা নিজের জীবনকে শেষ করে দেওয়ার চিন্তাভাবনা করতে পারেন।
ডাইরি থেকে জানা গিয়েছে ২০২০ সালে বলিউডে পা রাখার স্বপ্ন ছিল সুশান্তের। বছরে 50 কোটি টাকা রোজগারের লক্ষ্যমাত্রা নিয়ে রেখেছিলেন তিনি। এছাড়াও ডাইরি থেকে জানা গিয়েছে নিজের একটি প্রোডাকশন হাউজ তৈরি ইচ্ছা ছিল এই মানুষটির, আমেরিকার লস অ্যাঞ্জেলসে বাড়ি তৈরীর স্বপ্ন ছিল তার। রিয়া চক্রবর্তীর সুশান্তের জীবনে আগমনের দরুন সুশান্তের জীবনে যে অনেক অস্থিরতা এবং জটিলতা সৃষ্টি হয়েছিল তা ডায়েরির অনেক লেখার মধ্যেই ধরা পড়েছে।
সুশান্তের এই ডাইরি তার মৃত্যুর তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। যে মানুষকে জীবনের প্রতিটি পদে রঙিন স্বপ্ন দেখতেন তিনি এই ভাবে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়ে কিভাবে নিজের জীবন শেষ করে দিতে পারেন অবশ্যই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। বারবার সুশান্তের মৃত্যু তদন্তে মুম্বাই পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে সরব হয়েছেন আপামর দেশবাসী থেকে শুরু করে সেলিব্রিটিরা।