নিজস্ব প্রতিবেদন :-
সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু কে ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত বলিউড ইন্ডাস্ট্রি ।পর্দা ফাঁ-স হচ্ছে একের পর এক তারকা পরিচালকদের ।সুশান্তের মৃ-ত্যু-র রহস্য তদন্ত করতে গিয়ে উঠে এসেছে মা-দ-ক-চক্রের কথা । জড়িয়ে পড়েছে একের পর এক ব্যক্তি। কার্যত ধামাচাপা পড়ে গেছে মৃ-ত্যু-র আসল কারণ । তবে এটা যে আ-ত্ম-হ-ত্যা তা মানতে নারাজ গোটা দেশ ও তার অনুগামীরা।
সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু-র তদন্তে এর দায়িত্ব সিবিআই এর । কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য আমাদের সামনে আসেনি। সুশান্ত সিং রাজপুত কে ড্রা-গস দেওয়ার অপরাধে তার বান্ধবী রিহা চক্রবর্তীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে দেশের নারকোটিস বিভাগ। তিনি এখন আছেন বিচারাধীন হেফাজতে ।কিন্তু আদতে এটি আ-ত্ম-হ-ত্যা না খু-ন সে বিষয়ে প্রশ্ন অনেকে থাকলেও কোনো সঠিক তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
ঠিক এই মুহূর্তে সুশান্ত সিং রাজপুতের মৃ-ত্যু-র তদন্তে করা উকিল বিকাশ সিং জানান তাকে গলাটিপে খু-ন করা হয়েছে। এর প্রমান সাপেক্ষে তিনি বেশ কিছু ছবি AIIMS এর ডাক্তারকে পাঠান এবং তিনিও সহমত যে এটি নিছক একটি পরিকল্পিত খু-ন । তাদের এই বক্তব্যের সাথে সহমত হয়েছেন তার বাবা অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের বাবা।
এত দিন পেরিয়ে যাওয়ার পরও কেন সবাই চুপ সে বিষয়ে প্রশ্ন করেছেন বিকাশ সিং ।তবে ঐদিন AIIMS এর ডাক্তার সুদিওতা গুপ্তা জানান এই মুহূর্তে বিকাশ সিংয়ের এই ধরনের মন্তব্য একদম সঠিক নয় । পুলিশ তদন্ত করছে সত্যি সামনে আসুক এটা সবাই চাই । এটা আ-ত্ম-হ-ত্যা না খুন টা এখনোন পরিষ্কার নয় । কাজেই এই মুহূর্তে এই সব মন্তব্য করা ঠিক নয় । তবে অনুগামীরা তার সুবিচার এর আশায় এখনো ।