গত ১৪ ই জুন পৃথিবীর বুক থেকে বি’দায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। এখনও সারা দেশ উ’থাল পা’থাল তাঁর মৃ’ত্যুতে। বলিউডের অ’ন্ধকা’র দিকটা উন্মোচিত হয়েছে সকলের সামনে। করণ জোহর, সঞ্জয় লীলা বনসালি, একতা কাপুর, সলমন খান প্রমুখের নামে মা’ম’লা দা’য়ের হয়েছে। অনেকেই বলিউডের স্বজনপোষন নীতি নিয়ে অধিক মাত্রায় স’রব হয়েছেন। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে মনোজ বাজপেয়ী, শেখর কাপুর, অনুভব কাশ্যপ এবং তাবড় তাবড় সেলিব্রিটি রা মুখ খুলেছেন বলিউডের চলতে থাকা এই নেপোটিজমের বি’রুদ্ধে।
এরই মধ্যে মা’মলা দায়ের হয়েছে করণ জোহর, আলিয়া ভাট, সলমন খান, একতা কাপুরের বি’রুদ্ধে। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জে’রা করছে পুলিশ। সুশান্তের মৃ’ত্যুর কারণ ছিলো মা’নসিক অব’সাদ- এই বিষয়টাকে প্রাথমিক ভাবে মনে করছে মুম্বাই পুলিশ। সুশান্তের মৃ’ত্যুর জন্য সিবিআই ত’দ’ন্তের দাবিতে সো’চ্চার হয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী এবং বহু সেলিব্রিটি রাও। অবশেষে সিবিআই কে’স হাতে নিয়েছে সুশান্তের মৃ’ত্যুর ত’দন্তে’র।
সুশান্তের অভিনীত সিনেমা ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’ বলিউড ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দিয়েছিল। মহেন্দ্র সিং ধোনির এই বায়োপিক সুশান্তকে খ্যাতির শীর্ষে এনে দিয়েছিল। এই বায়োপিক করার জন্য সুশান্ত বেশ কিছু সময় কাটিয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনির সাথে। ধোনি কিভাবে ব্যাট করেন, বিভিন্ন মুহূর্তে তার কি কি অনুভূতি হয়েছিল সমস্ত কিছু তিনি খুঁটিয়ে জিজ্ঞাসা করতেন ধোনি কে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে 2016 সালে এমএস ধোনি সিনেমার প্রমোশনের উদ্দেশ্যে উপস্থিত থাকতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনি এবং সুশান্ত সিং রাজপুত কে। সেখানে সুশান্তের যথেষ্ট প্রশংসা করেছেন ধোনি। ধোনি, সুশান্ত কে নিয়ে যথেষ্ট মশকরাও করেছেন। ধোনি বলেছেন, “সুশান্ত কাজের প্রতি খুবই ডেডিকেটেড। আমাকে সব সময় ও প্রশ্ন করত যে এই সময় আপনার অনুভূতি কেমন ছিলো, ওই সময় আপনার অনুভূতি কেমন ছিলো! আমি বলেছিলাম, তুমি কি আমাকে সবসময় প্রশ্নই করে যাবে?”
এই ভিডিওটি খুবই ভা’ইরা’ল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই সুশান্তের মৃ’ত্যু’র পর মহেন্দ্র সিং ধোনি শোক বার্তা জ্ঞাপন করেছিলেন। সুশান্তের মৃ’ত্যু’তে ধোনি খুবই শো’কাহ’ত হয়েছিলেন।