সংসার ভাঙার পর আচমকাই হারিয়ে যান! এখন কেমন আছেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি?

নিজস্ব প্রতিবেদন: একটা সময় ছোট পর্দা থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম ছিলেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি। বেশ গ্রাম্য সুলভ চেহারা ছিল এই নায়িকার। সাধারণ কোন মেয়ের চরিত্রে সহজেই মানিয়ে যেতেন অনন্যা। সুবর্ণলতা ধারাবাহিক দিয়ে সব থেকে বেশি পরিচিতি পেয়েছিলেন অনন্যা চ্যাটার্জি। এই ধারাবাহিকে তার অভিনয় যেন দর্শকদের মধ্যে এক ধাক্কাতেই বিশাল জায়গা করে দিয়েছিল। তবে এর আগে একদিন প্রতিদিন নামের একটি ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল। শুধুমাত্র ধারাবাহিক নয় বড়পর্দাতেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন অনন্যা। এর মধ্যে বেশ কিছু ছবি কিন্তু সুপারহিট। তবে এতকিছু সত্বেও কেন ইন্ডাস্ট্রি থেকে সরে এলেন এই নায়িকা?

অভিনয় জগত মানেই হাজারো রহস্যে মোড়া এক দুনিয়া। এখানে যেমন অনেক তারকা খুব সহজেই নাম অর্জন করে নেন ঠিক তেমনভাবেই কিন্তু অনেক তারকারাই রয়েছেন যারা আচমকাই হারিয়ে যান। এই আচমকা হারিয়ে যাওয়া তারকাদের তালিকায় রয়েছেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি। প্রসঙ্গত ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারক হিসেবে দেখা গিয়েছিল অনন্যা কে। নিজের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন এই নায়িকা। তবে আচমকাই চার বছরের দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার পর সমস্ত কিছু থেকেই যেন দূরে সরে যান এই নায়িকা।

তবে সম্প্রতি মোহমায়া নামের একটি সিরিজে মানসিক ভারসাম্যহীন মহিলার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অনন্যা কে। যদিও তার এই চরিত্র নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছিলেন দর্শকেরা। অনন্যা চ্যাটার্জির থেকে বেশি হাইলাইট করা হয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে এমনটাই মনে করেছিলেন অনেকে। তবে এবারে সম্ভবত খুব শীঘ্রই প্রায় বছর ছয় পর ক্যামেরার সামনে ফিরতে চলেছেন জি বাংলার সেই সুবর্ণলতা। বাংলা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পুতুল নাচের ইতিকথা অবলম্বনে টলিউডের নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন অনন্যা চ্যাটার্জি।

ইতিমধ্যেই শান্তিনিকেতনের একটি বাংলোতে এই ছবির শুটিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে অনন্যা ছাড়াও অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় ,পরমব্রত চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। এতদিন পর আবারো বড় পর্দায় ফেরত আসতে পেয়ে অনন্যার খুশির কোন ঠিকানা নেই। খবরটি জানার পর অনন্যার অনেক ভক্তরাই কিন্তু তাকে আবারো আগের মতন পর্দায় ফেরত আসার অনুরোধ জানিয়েছেন। অভিনেত্রী অনন্যা চ্যাটার্জিকে ভালো লেগে থাকলে আমাদের এই প্রতিবেদনটি অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না।

Leave a Comment