







নিজস্ব প্রতিবেদন: অসাবধানতার কারণে আমাদের অনেক বাড়িতেই কিন্তু রান্না করতে গিয়ে কড়াই ব্যাপক রকমের পুড়ে গিয়ে থাকে। আবার সেটা না হলেও দীর্ঘদিন রান্না করার পরেও কিন্তু কড়াই এর উপরে একটা কালো আস্তরণ পড়ে যায়। সময় মত যদি এটাকে আপনারা পরিষ্কার না করেন তাহলে কিন্তু ধীরে ধীরে করাই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি একদম সহজ ও সেরা পদ্ধতিতে কালো কড়াই পরিষ্কার করার উপায়।এর জন্য কিন্তু বিশেষ কোনো ঝামেলা আপনাকে ভোগ করতে হবে না। চলুন আর সময় নষ্ট না করে আজকের প্রতিবেদন টা শুরু করে এই বিশেষ পদ্ধতিটি জেনে নেওয়া যাক।




কিভাবে পরিষ্কারের কাজ করবেন?
১) প্রথমেই একটা পাত্রের মধ্যে আপনাদের কিছুটা পরিমাণ জল গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে বাড়িতে থাকা হ্যান্ড স্যানিটাইজার বা স্যানিটাইজারের মত যে কোন উপাদান মিশিয়ে দিন। এবার যে কালো কড়াই বা জেদি দাগ যুক্ত করাই আপনারা পরিষ্কার করতে চান সেটাকে প্রথমেই আপনাদের এই স্যানিটাইজার মেশানো জলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ডুবিয়ে রাখতে হবে।




২) এবার কিছুক্ষণ পরে জল থেকে কড়াই তুলে আপনাদের একটা চামচের সাহায্যে এর সম্পূর্ণ কালো অংশটাকে ভালো করে ঘষে নিতে হবে। যাতে কালো দাগ বা পোড়া কোন আস্তরণ থাকলে সেটা উঠে যায়।
৩) সবশেষে একটা স্ক্রাবার নিয়ে ভালোভাবে করাই আপনারা ঘষে নিন। জল দিয়ে ধুয়ে নেবার পর দেখবেন এটা একেবারে নতুনের মতন চকচক করছে আর কোন রকমের দাগও থাকবে না। শুধুমাত্র কড়াই নয় বাড়িতে থাকা যে কোন জেদি দাগ যুক্ত পুরনো পাত্র ও আপনারা এই পদ্ধতিতেই পরিষ্কার করে নিতে পারেন।











