







নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল এমন একটি মাধ্যম যার সাহায্যে নিজেদের জীবনে স্বাবলম্বী হওয়া যায় এবং অর্থ উপার্জনের একটা সুনির্দিষ্ট ক্ষেত্র প্রস্তুত করা যায়। বিগত কয়েক দিনের মধ্যেই সাধারণ মানুষের ব্যাপারটা খুব ভালো করেই বুঝে গিয়েছেন। তাই বহু মানুষ কিন্তু ব্যবসার কাজের সাথে জড়িয়েছেন এবং নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন তারা অনেক সময়ে বুঝতে পারেন না ঠিক কি ধরনের ব্যবসা শুরু করা ভালো! আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নেব একটি দারুণ ব্যবসার আইডিয়া। খুবই অল্প পুঁজিতে আপনারাই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং মাসিক ভিত্তিতে দারুন লাভ হবে। চলুন তাহলে প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।
আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব এলইডি বাল্বের (LED LIGHT) ব্যবসার কথা। বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা বিশ্বের বাজার দখল করে নিয়েছে এই এলইডি লাইট। এতে যেমন বিদ্যুৎ খরচ কম তেমন রয়েছে প্রচুর সুবিধা। তাই আপনারা যদি এই ব্যবসা শুরু করেন তাহলে ভবিষ্যৎ নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। বরং প্রযুক্তির উন্নতির সাথে সাথেই দিন প্রতিদিন আপনাদের উপার্জন ঝড়ের গতিতে বাড়বে। তবে ব্যবসা শুরু করার আগে আপনাকে জেনে নিতে হবে যে এর জন্য আপনাদের কি কি প্রয়োজন রয়েছে। এলইডি বাল্ব তৈরি করতে গেলে যে সমস্ত উপকরণ আপনাদের প্রাথমিকভাবে প্রয়োজন তার মধ্যে রয়েছে—কভার, ল্যাম্প বডি,বেস,rc driver,LED PCB ।




এছাড়াও কিছু বিশেষ মেশিন এবং সরঞ্জামের প্রয়োজন হয় যা আপনারা যেখান থেকে র ম্যাটেরিয়াল কিনবেন সেখানেই পেয়ে যাবেন অথবা বিশেষ কোনো ম্যানুফ্যাকচারী ইউনিটের সাথে আপনাকে যোগাযোগ করে নিতে হবে। সরাসরি যদি আপনারা চান সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও কিন্তু এই জিনিসগুলো কিনতে পারেন। অনলাইনে এলইডি লাইট তৈরির উপকরণ কেনার জন্য আপনাদের চলে যেতে হবে INDIAMART ওয়েবসাইট । এখানে কিন্তু একসাথেই আপনারা সমস্ত সরঞ্জাম পেয়ে যাবেন।লাইট তৈরি করার পর এবার আসি বাজারজাতকরণের কথায়। নিজেদের এলাকায় যে কোনো দোকানে হোলসেল রেটে আপনারা কিন্তু এই লাইট বিক্রি করতে পারেন।
আবার যদি নিজেদের দোকান থাকে সেখান থেকেও সরাসরি মার্কেটে আনতে পারেন।। তবে অবশ্যই একটু প্রিন্টিং করে প্যাকিংয়ের পরেই এটাকে বাজারজাত করবেন। তাহলে গ্রাহকদের কাছে কিন্তু এর চাহিদা আরো বেশি বাড়বে।এই ব্যবসা শুরু করার জন্য আপনাদের খুব বেশি বড় জায়গার প্রয়োজন হবে না। বেশি মূলধন না থাকলে প্রাথমিক অবস্থায় ঘরের কোন কোণা থেকেই কাজ শুরু করতে পারেন। কেমন লাগলো আজকের এই বিশেষ পরিকল্পনা তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।











