







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ের দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই কিন্তু নিজস্ব একটা ব্যবসা শুরু করার সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে।এটি হলো সাধারণ মানুষের কাছে একটা এমন মাধ্যম যার সাহায্যে অতি অল্প সময়েই নিজেদের জীবন পরিবর্তিত করা যেতে পারে। তবে তার জন্য অবশ্যই একটা সঠিক ব্যবসার পদ্ধতি গ্রহণ করতে হবে।
আজ আমরা পাঠক বন্ধুদের সাথে দারুন একটা ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যেটা নামমাত্র পুঁজিতেই শুরু করতে পারবেন এবং দেশের প্রতিটা বাজারে প্রতিটা সময় চলবে। এটি হল আমাদের বিভিন্ন আনুষঙ্গিক পোশাকের হোলসেল ব্যবসার আইডিয়া। নাইটি কুর্তি থেকে শুরু করে নানান ধরনের সামগ্রী আপনারা এখানে নিয়ে নিজেদের কাজ চালু করতে পারেন। কীভাবে করবেন তা জানতে হলে নজর রাখতে হবে প্রতিবেদনের পরবর্তী অংশে।




আপনারা যারা হোলসেল মার্কেটে বিজনেস শুরু করতে চান তাদের জন্যই রইল এই বিশেষ প্রতিবেদন। পাইকারি দরে বিভিন্ন পোশাক আশাক কিনে সেগুলো স্থানীয় মার্কেটে প্রফিট মার্জিন রেখে বিক্রি করার ব্যবসার কথাই আমরা বলব। এর জন্য সবার প্রথমেই আপনাদের একটি ভালো দোকান খুঁজতে হবে যেখানে অত্যন্ত কম দামে আপনারা পণ্য কিনতে পারবেন। তারপর সেগুলোকে লোকাল মার্কেটে নিয়ে এসে আপনাদের বিক্রির ব্যবস্থা করতে হবে।।
এই ব্যবসা শুরু করতে গেলে কিন্তু বিশাল বড় অংকের মূলধনের প্রয়োজন নেই। মোটামুটি হাতে ১০ থেকে ১৫ হাজার টাকা থাকলেই এই কাজ আপনারা শুরু করতে পারবেন। তবে যদি বাজারের মধ্যে আপনারা দোকান করতে পারেন তাহলে খুবই ভালো হয়।। কারণ এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে যতটা ওপেন মার্কেটের উপর আপনার দোকান থাকবে ততটাই কিন্তু বেশি আপনি লাভবান হবেন। আপনি চাইলে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে জিনিস কেনাবেচা করেও কিন্তু ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে পারেন।




আজ আমরা আপনাদের যে দোকানের কথা বলে দেবো সেখানে খুব সহজেই মাত্র ৮ টাকা থেকে বাচ্চা মেয়েদের প্যান্ট, ন টাকা থেকে বড়দের প্যান্ট পেয়ে যাবেন। এছাড়াও এখানে আর কি রকম ধরনের কি জিনিস পাবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দিয়ে দিচ্ছি । প্রচুর কালার ভ্যারাইটিসহ ৮ থেকে ১৪ বছরের মেয়েদের নানান ধরনের হট প্যান্ট, ১১৫ থেকে ২০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনের নাইটি, ব্র্যান্ডেড জিনিসও কিন্তু আপনারা এখানে পাবেন। এছাড়াও পাইকারি দরে কুর্তি, শাড়ি থেকে শুরু করে পেটিকোট অনেক কিছুর কালেকশন রয়েছে যার প্রত্যেকটার দাম উল্লেখ করে আপনাদের বোঝানো যাবে না।




পাইকারি দরে পণ্য কিনে ব্যবসা শুরু করার সুযোগ্য ঠিকানা:
এতক্ষণ আমরা হোলসেল দামে যে ব্যবসা শুরু করার কথা বললাম সেটা খুব সহজেই আপনারা হাতে ১০ থেকে ১৫ হাজার টাকা মূলধন নিয়ে শুরু করতে পারবেন। তবে যে ঠিকানা দেবো সেখানে কিন্তু আপনাকে অন্ততপক্ষে এক সেট হলেও জিনিস কিনতে হবে। শুধুমাত্র এক পিস আপনারা কিনতে পারবেন না। যারা খুব দূরবর্তী স্থানে থাকেন তারা ভিডিও কলের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে জিনিস কিনে নিতে পারবেন।
Shop Name : Mondal saree house
Prop Name : Surojit Mondal
Contact – 9883666793/9614261026.
Shop address : বিবেকানন্দ নগর, কাজী বাড়ির মাঠ, শান্তিপুর, নদিয়া।











