মাত্র ১২০ টাকায় এখান থেকে শাড়ি কিনে শুরু করুন ব্যবসা, কয়েক মাসের মধ্যেই লাভের পরিমাণ দেখে অবাক হয়ে যাবেন আপনিও

নিজস্ব প্রতিবেদন: ব্যবসা শুরু করা কিন্তু একেবারেই সহজ কাজ নয়। যখন আপনারা একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তখন চারপাশের পরিস্থিতি, মূলধনের পরিমাণ থেকে শুরু করে প্রোডাক্টের চাহিদা সবকিছুর উপরেই কিন্তু নজর রাখতে হয়। কারণ সমস্ত দিক নজর না রেখে যদি আপনারা ভালোভাবে যাচাই না করে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু লোকশান হতে বাধ্য।

লকডাউন পরবর্তী পরিস্থিতিতে যেহেতু আমাদের দেশে চাকরির বাজার খুব একটা ভালো নয়, তাই অর্থ উপার্জনের জন্য মানুষের কাছে ব্যবসাটাই কিন্তু প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা পাঠক বন্ধুদের সঙ্গে এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে মূলধনের বিনিয়োগ হবে খুবই কম এবং লাভের পরিমাণ হবে ব্যাপক।

প্রতিবেদনের মূল পর্বে যাওয়ার আগে আমরা পাঠকদের উদ্দেশ্যে বলবো যে এই ব্যবসা শুরু করতে আগ্রহী থাকলে আপনারা কিন্তু সঙ্গে দেওয়া ভিডিওটা একটু বিস্তারিত দেখে নিতে পারেন। তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এই ব্যবসাটি হল গার্মেন্টস এর ব্যবসা। শাড়ি,ব্লাউজ, নাইটি,কুর্তি থেকে শুরু করে ছেলেদের শার্ট অথবা t-shirt সবকিছু নিয়েই আপনারা ব্যবসা করতে পারেন।।

পাইকারি দরে এই জাতীয় পোশাকগুলো কিনে নেওয়ার পরে লোকাল মার্কেটে নিজস্ব দোকান থেকে অথবা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আপনাকে এগুলো প্রফিট রেখে বিক্রি করতে হবে। যেহেতু এগুলো প্রত্যেকটাই অত্যন্ত চাহিদা সম্পন্ন প্রোডাক্ট তাই বিক্রি হতে কিন্তু একদম সমস্যা হবে না। ব্যবসা শুরুর প্রাথমিক ধাপ আমরা উল্লেখ করে দিলাম এবার চলে আসছি প্রোডাক্ট এর কথায়।

আজকের এই প্রতিবেদনে আমরা এমন একটি দোকানের ঠিকানা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেখানে মাত্র ৩৫ টাকা থেকে বিভিন্ন কালারের গ্যারান্টি সহ ছেলেদের শার্ট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ৫০ টাকা থেকে আপনারা পাচ্ছেন ডিজাইনার শাড়ি, ৩৫ টাকা থেকে কুর্তি নাইটি, ১৫০ টাকা থেকে বেনারসি শাড়ি, ১০০ থেকে ১২০ টাকার মধ্যে জামদানি অথবা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নামিদামি শাড়ি এবং ৪৫০ টাকার মধ্যে বিয়ের বেনারসি শাড়ি। অর্থাৎ সবমিলিয়ে আপনারা এক কথায় অসম্ভব সুন্দর একটি কালেকশন বলতে পারেন। একই ছাদের তলায় এই ধরনের দোকান কিন্তু চট করে দেখা যায় না। কালেকশনগুলো সম্পর্কে জানতে প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পর ভিডিওটিও দেখে নেবেন।।

এই সমস্ত ধরনের পণ্য কেনার পরে আপনারা সরাসরি দারুন প্রফিট রাখতে পারবেন এ কথা বলাই যায়। প্রোডাক্টের কোয়ালিটি নিয়েও আপনাকে কিন্তু কোন রকমের চিন্তা করতে হবে না। একজন নতুন ব্যবসায়ী হিসেবে যত রকমের সাহায্য করা যেতে পারে এই দোকান থেকে কিন্তু আপনাকে করা হবে।। সুতরাং যদি আপনারা মাল কিনে ব্যবসা শুরু করতে চান তাহলে আর একদম সময় নষ্ট করবেন না। দ্রুত নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে ফেলুন।

Mondal saree kuthir
Address : Gobindopur,Shantipur,Nadia

Contact : 9382697910/9382986937/7076142078

Leave a Comment