







নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই একটা নিজস্ব ব্যবসা শুরু করার আকাঙ্ক্ষা রয়েছে। মূলধন থেকে শুরু করে নানান ধরনের বাধা-বিপত্তির কারণে হয়তো এই স্বপ্ন সত্যি হয়ে ওঠে না। তবে তা বলে মানুষ হার মেনে যাবে এমনটা তো নয়! জীবনের নামই হলো বেঁচে থাকার লড়াই। তাই যতই বাধা-বিপত্তি আসুক না কেন আপনাদের কিন্তু নিজেদের প্রয়োজনের চেষ্টা করেই যেতে হবে।
সাধারণ মধ্যবিত্ত মানুষের চাহিদার কথা মাথায় রেখে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য আজ আমরা নিয়ে চলে এসেছি একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন ব্যবসা।যারা বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা ব্যবসা শুরু করার কথা ভাবছেন একদম আমাদের প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ে নিন। দেখবেন আর কখনোই নিজেদের ভবিষ্যৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আসুন এবার আজকের বিজনেস আইডিয়াটি সম্পর্কে একটু স্পষ্ট ভাবে জেনে নেওয়া যাক।




পাপড় তৈরির ব্যবসা:
বর্তমান সময়ের একটি অত্যন্ত চাহিদা সম্পন্ন ব্যবসার মধ্যে রয়েছে এটি। যে কোন গৃহস্থ বাড়ি থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান বাড়িতেই কিন্তু রয়েছে এই খাবারটির চাহিদা। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পাপড় খেতে বেশ পছন্দ করে থাকেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনাদের খুব বেশি বড় ব্র্যান্ড বা কোম্পানি হতে হবে এমন কিন্তু কোন মানে নেই। বাজারের অনেক জায়গাতেই কিন্তু বহু ছোটখাটো কোম্পানি এই পাপড়ের ব্যবসা করে দীর্ঘ সময় ধরেই উপার্জন করছে এবং লাভবান হয়েছে। বাড়িতে বসেই কোন একটা কোনায় মেশিন বসিয়ে আপনারা নারী-পুরুষ নির্বিশেষে এই ব্যবসা করতে পারবেন। একবার এই চাহিদা সম্পন্ন ব্যবসা দাঁড়িয়ে গেলে আপনাদের কখনোই নিজেদের তৈরি করা প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে না।




দুই ধরনের মেশিনের সাহায্যে আপনারা এই পাপড় তৈরির ব্যবসা শুরু করতে পারেন। এর মধ্যে একটি হল ম্যানুয়াল মেশিন যার দাম পড়বে মাত্র ২০ হাজার টাকা। বড় পরিসরে ব্যবসা শুরু করতে চাইলে আপনারা অটোমেটিক মেশিন কাজে লাগাতে পারেন। তবে সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে আমরা বলব প্রাথমিক অবস্থায় ম্যানুয়াল মেশিন কিনেই কাজ শুরু করতে। নিজেদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটি সহকারে মেশিন কাস্টমাইজ করিয়েও ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে তৈরি করিয়ে নিতে পারেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে মেশিন কেনার জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানাও শেয়ার করে নেব যাতে ব্যবসা শুরু করতে গিয়ে আপনাদের কোন রকমের বাধার মুখোমুখি না হতে হয়।। অনেক ক্ষেত্রেই ব্যবসা শুরু করার আগে কোথা থেকে জিনিস কেনা হবে বা কিভাবে কিনবেন সেটা নিয়ে কিন্তু নতুন ব্যবসায়ীরা সমস্যায় পড়ে থাকেন।




পাপড় তৈরির ব্যবসা শুরু করার পর উৎপাদিত পণ্যগুলোকে আপনারা প্যাকেজিং করে সরাসরি নিজেদের দোকান থেকে অথবা মার্কেটে বিভিন্ন দোকানে সাপ্লাই করে বিক্রি করতে পারেন। যদি একটু স্থিতিশীলভাবে ব্যবসা শুরু করতে চান এবং ভবিষ্যতে এটাকে আরো বড় করে তুলতে চান সে ক্ষেত্রে শুরুতেই কিন্তু আপনারা ফুড লাইসেন্স আর ট্রেড লাইসেন্স তৈরি করিয়ে রাখতে পারেন। মেশিন কিনতে আগ্রহী থাকলে এবং সমস্ত ধরনের কাঁচামাল নিয়ে ব্যবসা শুরু করতে চাইলে আপনারা নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন।
Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Contact : 7980111516/8910085500 ..











