







নিজস্ব প্রতিবেদন: নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের কাছে কিন্তু অর্থ উপার্জনের বেশ কিছু রাস্তা রয়েছে। যার মধ্যে অন্যতম হলো চাকরি এবং ব্যবসা। বর্তমানে যেহেতু চাকরির বাজার খুব একটা ভালো নয় তাই বেশিরভাগ মানুষ কিন্তু ঝুঁকে পড়েছেন ব্যবসার দিকে। ব্যবসা করে অল্প সময়ের মধ্যে লাভবান হয়েছেন এরকম মানুষের সংখ্যাটাও কিন্তু নেহাতই কম নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই আমাদের মধ্যবিত্ত পাঠক বন্ধুদের কথা মাথায় রেখে একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব। সাম্প্রতিক দেশের বাজারে এই ব্যবসা যে ঝড়ের গতিতে এগিয়ে চলবে তাতে কোন সন্দেহ নেই।। চলুন তাহলে আমাদের প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।
এই ব্যবসাটি হল গাড়ির ইঞ্জিন মবিল অয়েলের ব্যবসা। বিগত কয়েক বছরে আমাদের দেশে দুই চাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহনের পরিমাণ যেভাবে বেড়ে চলেছে তাতে এই ব্যবসা যে ঝড়ের গতিতে দাঁড়াবে তাতে কোন সন্দেহ নেই।। ছোট বড় যে কোন গাড়ির ক্ষেত্রেই কিন্তু এই ইঞ্জিন মবিল প্রয়োজন হয়ে থাকে। আপনারা যদি প্রাথমিক অবস্থায় ইন্ডিয়া মার্টের মতন ওয়েবসাইট থেকে মবিলের ড্রাম কিনে ব্যবসা শুরু করতে পারেন তাহলে কিন্তু সেটা অনেকটাই লাভজনক হবে। ম্যানুফ্যাকচারিং এর কথা এই পর্যায়ে আমরা বলবো না। কারণ সেটা কখনোই কিন্তু স্বল্প পরিসরে বা অল্প মূলধনের মধ্যে সম্ভব নয়।




৩০০ লিটারের মবিলের ড্রাম কিনে তারপর ছোট বোতল বা যে ধরনের বোতলে মবিল বিক্রি হয় সেই অনুযায়ী প্যাকেট করে নিতে হবে।বোতলগুলো পার পিস দাম পড়বে 8 থেকে 10 টাকা। আপনারা চাইলে এভাবে জিনিস কিনে সহজেই কিন্তু নিজেদের ব্র্যান্ডের নাম লাগিয়ে এগুলোকে বিক্রি করতে পারেন।। অনেক বড় কোম্পানি কিন্তু এভাবেই ছোটখাটো সাপ্লায়ারদের কাছ থেকে জিনিস কিনে নিজেদের ব্র্যান্ড চালিয়ে থাকে। হিসাব মত এক কেজি মবিল সম্পূর্ণ রেডি করতে আপনাদের খরচ হবে ১০৮ থেকে ১১০ টাকা পর্যন্ত। হোলসেল মার্কেটে আপনারা এটাকে ২৫০ টাকা পর্যন্ত দামে এবং রিটেল মার্কেটে ৩০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে পারবেন। যদি আপনাদের নিজস্ব দোকান থাকে সেক্ষেত্রে রিটেল দাম এবং যদি আশেপাশের কোন লোকাল দোকানে সাপ্লাই করে থাকেন সে ক্ষেত্রে হোলসেল দামে কাজ চালু করতে পারেন।




যে ফয়েলে মবিল থাকবে সেটা সিল করার জন্য আপনারা কিন্তু একেবারে কম খরচেই একটা ফয়েল সিলিং মেশিন কিনে নিতে পারেন। ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে এই মেশিনটাও আপনারা খুব সহজে একেবারে স্বল্পদামে পেয়ে যাবেন।এই ব্যবসা আমাদের দেশের বাজারে কতটা লাভজনক তা আপনারা অল্প কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন তা নিশ্চিত করে বলতে পারি। যদি আইডিয়াটি ভালো লেগে থাকে তাহলে আর বৃথা সময় নষ্ট করবেন না। দেরি না করে শুরু করে দিন নিজেদের স্বপ্নের ব্যবসা। এই ব্যবসাটি সংক্রান্ত আর কোন বিস্তারিত তথ্য বা মার্কেটিং সাপোর্ট চাইলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact : 8617448398.











