কোনরকম ঝামেলা ছাড়াই নামমাত্র পুঁজিতে শুরু করে দিন এই দুর্দান্ত লাভজনক ব্যবসা,দিনে ইনকাম হবে ২৫০০ টাকা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদন: জীবিকা নির্বাহের জন্য সাধারন মানুষের কাছে একটা উল্লেখযোগ্য মাধ্যম হলো ব্যবসা। ব্যবসা ছাড়া কোন কাজই কিন্তু সঠিকভাবে শুরু করাটা একেবারেই অসম্ভব। ব্যবসার মাধ্যমে উপযুক্ত পরিমাণে উপার্জন এবং উন্নতি লাভ করা সম্ভব সেটা ইতিমধ্যেই বহু মানুষ বুঝে গিয়েছেন। অবশ্যই সেটার জন্য আপনাকে সঠিক ব্যবসার পদ্ধতি বেছে নিতে হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই ব্যবসার পদ্ধতিই সম্পর্কে আলোচনা করব। যারা সম্প্রতি ব্যবসার কাজ শুরু করার কথা ভাবছেন অবশ্যই এই প্রতিবেদনটি কিন্তু মিস করবেন না।

আজকে আমরা যে ব্যবসাটির কথা আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো বিভিন্ন ধরনের তেল তৈরির ব্যবসা। আমরা সকলেই জানি যে কোন ধরনের রান্নার কাজে সরষের তেল থেকে শুরু করে অন্যান্য সমস্ত তেল কিন্তু ব্যবহার করা হয়।। দৈনন্দিন এর রান্নায় ব্যবহার্য এই তেল খুব সহজেই তৈরি করে আপনারা কিন্তু বিক্রয় করতে পারেন।। যেহেতু তেল ছাড়া রান্না হবে না তাই এর কোন রকমের বাজার চাহিদার অভাব নেই। আপনাদের নিজস্ব দোকান থাকুক বা কাউকে সাপ্লাই করুন সবকিছুতেই কিন্তু আপনারা উপার্জন করবেন। এই ব্যবসা শুরু করার জন্য কিন্তু বড় অংকের কোন অর্থ প্রয়োজন নেই। তবে অবশ্যই উপযুক্ত মেশিন এবং ভালো কাঁচামাল আপনাদের প্রয়োজন হবে।

খুব সহজেই একটি মেশিনের সাহায্যে আপনারা এই তেল তৈরির ব্যবসা শুরু করতে পারেন।। একটি মেশিনের সাহায্যে কিন্তু আপনারা সমস্ত কাজ করে নিতে পারবেন। তৈরির জন্য কাঁচামাল আপনারা স্থানীয় বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। যদি প্রথমে আপনারা বড় ভাবে ব্যবসা শুরু করতে চান তাহলে একটি নির্দিষ্ট দোকান ঠিক করে রাখুন যেখান থেকে আপনারা নিয়মিত কম দামে কাঁচামাল কিনবেন। মেশিন এবং কাঁচামালের সামঞ্জস্য বজায় থাকলে আপনার দৈনন্দিন উৎপাদনের উপর ভিত্তি করে কিন্তু খুব সহজেই ব্যবসা দাঁড়িয়ে যাবে।আপনি চাইলে কৃষক বা স্থানীয় বাজারের থেকে বিভিন্ন তেলের বীজ না কিনে নিজেরাও বীজ চাষ করে নিতে পারেন।

আপনি যে তেলের মিল খুলতে চান সেই তেলের বীজের গুণগতমান ভালো হতে হবে।সুতরাং, বীজ কেনার সময় লক্ষ রাখতে হবে বীজগুলি ভাঙা অথবা শুকনো না হয়এবং শুধুমাত্র সেই বীজগুলি বেছে নিতে হবে যার গুণমান ভাল।অনেকসময় বীজের মধ্যে নানা ধরনের পাথর, মাটি এবং অন্যান্য জিনিসও পাওয়া যায়।তাই বীজ থেকে তেল বের করার আগে ভালোভাবে ময়লা পরিষ্কার করে নিতে হবে।কারণ পাথর ও মাটির মতো জিনিসগুলো বীজের সঙ্গে মিশে তেলের গুণমান যেমন খারাপ হতে পারে, তেমনি এই পাথরগুলো আপনার মেশিনে আটকে গিয়ে মেশিনের ক্ষতি হতে পারে।

আপনারা যদি মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন।

New Gopal machinery.
Miyapur bridge more (KTM showroom)
Ummorpur,raghunathganj
Murshidabad, West Bengal
Contact : 7501892871/7501852871.

Leave a Comment