নামমাত্র পুঁজিতে শুরু করুন এই দুর্দান্ত লাভজনক ব্যবসা, মাস গেলেই আয় হবে প্রায় ৩০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদন : আপনি কি সম্প্রতি একটি ভালো ব্যবসা শুরু করতে আগ্রহী? তাহলে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা ঠিক এমন ধরনের একটা ব্যবসা আপনার সাথে শেয়ার করব যার বর্তমান বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। গিফট হিসেবে অথবা ঘর সাজানোর জন্য এই ধরনের প্রোডাক্টের চাহিদা কিন্তু ব্যাপক রকমের রয়েছে।

এটি হলো টি শার্ট এবং মগ প্রিন্টিং এর ব্যবসা। আশেপাশে হয়তো এই জিনিসগুলোর ব্যবহার আপনারা কমবেশি অনেকবারই দেখেছেন। তবে ব্যবসার পদ্ধতি জেনে নিলে আপনাদেরই কাজ করতে সুবিধা হবে। চলুন সময় নষ্ট না করে আজকের প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক।

কিভাবে শুরু করবেন এই ব্যবসা?

টি-শার্ট প্রিন্টিং ব্যবসা ভারত শহ সমস্ত দেশে একটি খুব বড় বব্যসা। এই বছর, ভারতে টি-শার্টের মার্কেট ছিল 21,000 কোটি টাকারও বেশী। এবং এই মার্কেট পরের বছর আরও বেড়ে যাবে।আপনি অতি সহজে খুবই কম মূলধনে প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে পারেন। একটি ভাল মানের টি-শার্ট বিক্রি করতে হলে বেশ কয়েকটা বিষয়ের উপর নজর দিতে হয়। যেমন – ডিজাইন, গুনমান, খরচ এবং মার্কেটিং এবং বিক্রয়।

সুতরাং ব্যবসা শুরু করার প্রথম দিকেই কিন্তু আপনি এই পাঁচটি জিনিসের উপর বিশেষভাবে নজর দেবেন। আপনাকে কিন্তু টি-শার্ট প্রিন্ট করার জন্য সব সময় ভালো ডিজাইন বেছে নিতে হবে। যাতে গ্রাহকেরা খুব সহজেই আপনার প্রোডাক্ট এর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। টি শার্ট বা মগ আপনারা কিন্তু দু’ভাবে প্রিন্ট করাতে পারেন।যদি ছোট পরিমাণের অর্ডার হয় তবে আপনি ডিজিটাল প্রিন্টিং করতে পারেন।তবে অর্ডার বেশী হলে স্ক্রিন প্রিন্টিং করা ভাল।

কিভাবে বাজারজাতকরণ করবেন?

যেহেতু এই পন্যের চাহিদা অতদিন তাই বাজারজাতকরণের জন্য আপনাদের কিন্তু খুব একটা সমস্যার মুখোমুখি হতে হবে না।।গ্রাহকদের ভাল মানের পণ্য দিলে তারা বারে বারে নেবে। আপনাকে কিছু টি-শার্ট বিক্রেত বা প্রস্তুত কারকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

ও তাদের কাছ থেকে নমুনা নিয়ে আপনার ডিজাইনের কাজ পুরো করে আপনি আপনার পণ্য লঞ্চ করাতে পারেন। পাশাপাশি আপনারা কিন্তু অনলাইনেও এটিকে বিক্রয় করতে পারেন। আজকাল কিন্তু অনেকেই অনলাইনে মাধ্যমে পণ্য বিক্রয় করে লাভবান হয়ে থাকেন। সুতরাং আপনারাও সেই চেষ্টা করতে পারেন।

কোথা থেকে মেশিন কিনবেন?

এই কাজ শুরু করার জন্য আপনারা সাবলিমেশন প্রিন্টিং মেশিন কিনে নিতে পারেন।সাবলিমেশন প্রিন্টিং পদ্ধতিতে সাদা কালির ব্যভার হয় না। তাই এটি শুধুমাত্র সাদা পৃষ্ঠে প্রিন্ট করা যায়। কমার্শিয়ালই যে কোন ধরনের প্রিন্টিং এর ক্ষেত্রে এটা খুব ভাল কাজ করে। এবার আমরা আপনাদেরকে দিয়ে দেবো এই মেশিন খরিদ করার ঠিকানা।যদি আপনারা ভারতের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ামার্ট, অথবা অ্যামাজন , ফ্লিপকার্ট থেকে মেশিন কিনতে পারবেন।

বাংলাদেশে থাকলে আপনি ঢাকা বাবুবাজারে মেশিন বিক্রেতা পেয়ে যাবেন। ফোন নাম্বার 018 928 13245 / 01879 976968 এই যোগাযোগ নাম্বারে আপনি ফোন করলে মেশিনসহ কাঁচামাল সমস্তটাই আপনি কিনতে পারবেন। সুতরাং এই ব্যবসা শুরু করতে চাইলে একেবারেই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। অতএব আর দেরি না করে দ্রুত মেশিন খরিদ করে আজ থেকে শুরু করে দিন টি-শার্ট বা কফি মগ প্রিন্টিং এর এই জনপ্রিয় ব্যবসা।

Leave a Comment