







নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল বর্তমান সময়ের এমন একটা মাধ্যম যার সাহায্যে অল্প সময়ের মধ্যেই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করা যেতে পারে। একটা সময়ে এই ব্যবসা থেকে সাধারণ বাঙালি কিন্তু একটু দূরে থাকতেই পছন্দ করত। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষের চিন্তা ভাবনাতেও এসেছে বহু পরিবর্তন। চাকরির বাজার খারাপ থাকায় এখন বেশিরভাগ মানুষ ব্যবসাকেই নিজেদের উপার্জনের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষের উপযোগী একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করে নেব। যদি আপনাদের আইডিয়াটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নিতে ভুলবেন না।
ডাল বড়ি তৈরির ব্যবসা:
যদি আপনাদের কাছে সেরকম মূলধন না থাকে তাহলে আলাদা করে ফ্যাক্টরি বা স্টল তৈরী না করে বাড়ির কোন কোণাতেও কিন্তু মেশিন বসিয়ে নিজেদের কাজ শুরু করতে পারেন।। রান্নাতে এই ডালের বড়ি ব্যবহার করা হয়ে থাকে সুতরাং স্থানীয় বাজারে এর কতটা ঠান্ডা রয়েছে তা আপনাদের আলাদা করে আর বলার প্রয়োজন নেই। বাজারে বেশ ভালো দামেই বড়িগুলো তৈরি করে আপনারা বিক্রি করতে পারবেন। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সে ক্ষেত্রে প্রতিবেদনের সঙ্গে থাকা আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন।




বর্তমান সময় দাঁড়িয়ে আপনি যদি এই ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে আর কখনোই আপনাকে চিন্তা করতে হবে না। মূলত গ্রামীণ এলাকার ব্যবসা হলেও অন্যান্য জায়গাতেও কিন্তু বিশেষভাবে এই ব্যবসা চলবে। কারণ গ্রাম শহর নির্বিশেষে খাবারের চাহিদা সব জায়গাতেই প্রায় সমানভাবে রয়েছে।




যদি আপনারা এই ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে কোথা থেকে মেশিন আর কাঁচামাল কিনবেন তার ঠিকানা এবং যোগাযোগ করার নম্বর নিচে উল্লেখ করে দেওয়া হলো। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না।। এই ধরনের আরও ব্যবসার আইডিয়া পেতে চাইলে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।
Address: khalor,Bagnan, howrah..
West Bengal.
Contact – 9153323801











