







নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি লাভজনক ব্যবসা শুরু করতে ইচ্ছুক রয়েছেন? অথচ এখনো পর্যন্ত ঠিক মতন কোন পণ্যের সন্ধান পাননি? তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুধুমাত্র আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের জন্য একটা দারুণ ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি। বিশেষ কোন ঝামেলা ছাড়াই কম খরচে এই ব্যবসাটা আপনারা শুরু করে ফেলতে পারবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমাদের প্রতিবেদনের মূল পর্বে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক এটা কিসের ব্যবসা।
কি ধরনের ব্যবসা শুরু করা যেতে পারে?
স্বল্প মূলধনে যে সমস্ত ব্যবসা শুরু করা যেতে পারে তার মধ্যে অন্যতম হলো চানাচুর তৈরির ব্যবসা। আজকে আমরা আপনাদের একটি মেশিনের কথা বলব যার সাহায্যে খুব সহজেই আপনারা মিক্সিং এবং চানাচুর তৈরির কাজ একসঙ্গে করে ফেলতে পারবেন। একটা মেশিনের মধ্যেই আপনারা দুটো কাজ করতে পারবেন সুতরাং আলাদা করে ঝামেলার কোন প্রয়োজন নেই।




মেশিনটির এককালীন দাম পড়বে ২০ হাজার টাকা এবং এর মধ্যে থেকে যা উৎপাদন হবে তাতে অনায়াসেই প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা আপনারা উপার্জন করতে পারবেন। প্রধানত চানাচুর তৈরির মেশিন হলেও এর সাহায্যে আপনারা বাদাম ভাজা, চিড়ে ভাজা বা যত ধরনের ভাজা রয়েছে প্রায় সবকিছুই কিন্তু তৈরি করে বাজারজাত করতে পারবেন।।
এই মেশিনটির মধ্যেই নানান ধরনের ডাইস রয়েছে যা উৎপাদন করতে গেলে আপনাদের খুব সহজেই সাহায্য করবে। মেশিনটি দিয়ে ন্যূনতম প্রতিদিন আপনারা ৫০০ কেজির কাছাকাছি উৎপাদন করতে পারবেন। একটি চানাচুরের প্যাকেটে সর্বনিম্ন ২০ টাকার কাছাকাছি প্রফিট থাকে। মেশিন কোথা থেকে কিনবেন এবং চালানোর প্রশিক্ষণ পাবেন তার সমস্ত কিছুই কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আপনারা সুবিধা পেয়ে।




যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন কিনছেন তাই খুব সহজেই সুলভ মূল্যে আপনারা মেশিন খরিদ করতে পারবেন অর্থাৎ কোন অতিরিক্ত অর্থ দিতে হবে না।। সবথেকে ভালো ব্যাপার মেশিনটি গৃহস্থালির ইলেক্ট্রিসিটি অর্থাৎ ২২০ ভোল্ট দিয়েই চালানো যাবে ।আলাদা করে পারমিশন নেওয়ার প্রয়োজন হবে না।
মেশিন কেনার জন্য যোগাযোগ করার ঠিকানা:
সকাল থেকে বিকেল চানাচুর খায় না এরকম মানুষ খুব কমই রয়েছেন। সুতরাং বাজারজাত করার জন্য অর্থাৎ উপার্জনের জন্য আপনাদের কিন্তু কোন রকম চিন্তা করার দরকার নেই। শুকনো খাবার বা টিফিন হিসেবে বছরের যেকোনো সময়েই আপনারা এটাকে বিক্রয় করতে পারবেন। এই চানাচুর বা ভাজা তৈরীর মেশিন কিনতে চাইলে আপনারা আমাদের দেওয়া 01711-061064 অথবা 01919-061064 নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন।।











