







নিজস্ব প্রতিবেদন: বিগত বেশকিছু সময় ধরেই লকডাউনের পর থেকে দেশের আর্থিক পরিস্থিতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। বহু মানুষের এই সময় চাকরি চলে গিয়েছে যার ফলে দেশে বেকারত্বের সংখ্যাটাও কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।। বেকারত্বের কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য আজকাল মানুষ বিভিন্নভাবে অর্থ উপার্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যার মধ্যে অন্যতম হলো ব্যবসা।
যেহেতু এখন খুব একটা সরকারিভাবে সরকারি চাকরিতে নিয়োগ নেই তাই সাধারণ মানুষ কিন্তু নিজেদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য ব্যবসাকেই প্রধান পন্থা হিসেবে বেছে নিতে চাইছেন।। তবে সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা নতুন ব্যবসার কাজে অংশগ্রহণ করতে চলেছেন তাদের কিন্তু এই সম্পর্কে বিশেষ কোন স্পষ্ট ধারণা নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একেবারে সহজ পদ্ধতিতে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার একটা আইডিয়া শেয়ার করে নেব। বাড়িতে বসেই এক্ষেত্রে আপনি ভালো টাকা কিন্তু রোজগার করতে পারবেন সহজেই। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটার মূল পর্বে যাওয়া যাক।




আজ আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব ধূপকাঠির ব্যবসার কথা। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধূপকাঠির ব্যবসা প্রতিদিনের জীবনে ঠিক কতটা প্রয়োজন তা হয়তো আপনাদের আলাদা করে বলার একেবারেই প্রয়োজন নেই।। মন্দির মসজিদ থেকে শুরু করে গির্জা এবং সব জায়গাতেই কিন্তু আরাধনার জন্য ধূপকাঠির প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে পুজোর দিনগুলোতে কিন্তু ধূপকাঠির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় এ কথা আপনারা সকলেই জানেন।
নারী পুরুষ নির্বিশেষে উভয়ই কিন্তু এই ব্যবসা একেবারে বাড়িতে বসেই স্বল্প খরচের মধ্যে শুরু করে প্রতিদিন ৫০০ টাকা বা তারও বেশি টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।। বহু মহিলারা রয়েছেন যারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ চালিয়ে থাকেন তারা মাত্র ১৩ হাজার টাকায় ম্যানুয়াল মেশিন কিনে কাজ শুরু করতে পারেন। একটু বড় পরিসরে অর্থাৎ নিজেদের ব্যক্তিগত ব্যবসা শুরু করার কথা ভাবছেন যারা তারা কিন্তু অটোমেটিক মেশিন কিনতে পারেন।




অটোমেটিক মেশিনের ক্ষেত্রে বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী আপনারা কিন্তু নানান ধরনের দামের মেশিন পাবেন। যদি চিনা বা ভিয়েতনামের কোন কোম্পানি নিতে চান সেটাও কিন্তু আপনারা এই বিশেষ ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে খুব সহজেই কিনে ধূপকাঠির ব্যবসা শুরু করতে পারেন। ধুপকাঠি তৈরির জন্য কাঠি এবং অন্যান্য কিছু জিনিস ছাড়া আপনাদের প্রয়োজন হবে এসেন্স। সামান্য এই কিছু উপকরণ ব্যবহার করে আপনারা কিন্তু খুব সহজেই নিজেদের ব্যবসা খুলে ফেলতে পারেন। বাড়ির কোনো এক কোণে ও মেশিন বসিয়ে এই কাজ করা যেতে পারে। ধুপকাঠি সাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু আলাদাভাবে কোন চিন্তা করতে হবে না।




যদি আপনাদের নিজেদের দোকান থাকে সেখান থেকে আপনারা সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন। যদি তাতে কোন অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি ধূপকাঠি গুলো কে মার্কেটের অন্যান্য দোকানে সাপ্লাই দিয়েও কিন্তু বেশ ভালো অংকের অর্থ উপার্জন করতে পারবেন।। সবশেষে যারা ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন আমরা তাদের জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা শেয়ার করে দিচ্ছি যাতে মেসিন এবং অন্যান্য কাঁচামাল কিনতে গিয়ে আপনাদের কোন রকমের সমস্যার মুখোমুখি না পড়তে হয়।।
Karmakar agarbatti
Prop : Sanjib Karmakar
Bandel, Hooghly,west bengal.
Pin code – 712104.
Contact – 8478988572/9163068842











