







নিজস্ব প্রতিবেদন: ব্যবসার ক্ষেত্রে প্রথম এবং শেষ কথা হল মুনাফা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সম্প্রতি একটা ভালো ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের জন্য সেই চেষ্টাই সফল করে তুলতে চলেছি। আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের অনেকটাই সহায়তা করবে এগিয়ে যাওয়ার জন্য। আজ যে ব্যবসাটির কথা আমরা বলবো সেখান থেকে মাস গেলে আপনারা ৬০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের বলব এডিবল টি কাপের ব্যবসার কথা। এই এডিবল টি কাপ অর্থাৎ বিস্কুট কাপ কিন্তু বর্তমান সময়ের বাজারে ব্যাপকভাবে প্রচলিত। এটি এমন একটি কাপ যার মধ্যে চা বা কফি খেয়ে আপনারা কিন্তু কাপটাকেও বিস্কুট হিসেবে খেয়ে ফেলতে পারবেন। এই চায়ের কাপটা বর্তমান সময়ে বিভিন্ন রকমের চা বা কফি স্টলে অথবা ক্যাফেটেরিয়া তে ব্যবহার করা হয়ে থাকে। যারা এই কাপ নিয়ে ব্যবসা শুরু করতে চান নিশ্চিন্তে এগিয়ে আসতে পারেন কারণ এখনো পর্যন্ত এই ব্যবসায় খুব একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়নি।।




এই ব্যবসা শুরু করার জন্য ১২ ডাই এবং ২৪ ডাইয়ের দুই ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন। ১২ টায়ের মেশিনটির দাম পড়বে ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং ২৪ টাকার মেশিনটির দাম পড়বে ৩ লক্ষ টাকা। নিজেদের আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনারা মেশিন কিনতে পারেন এবং তারপর এডিবল কাপ তৈরির প্রসেস শুরু করতে পারেন। কিভাবে এই কাপ তৈরি করা হবে বা কি কি করা হবে জানতে চাইলে আপনারা কিন্তু আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন সেখানেই বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।




ম্যানুফ্যাকচারিং করার পরে এগুলো সরাসরি বিভিন্ন স্টল অথবা ক্যাফেটেরিয়া থেকে শুরু করে লোকাল মার্কেটের বিভিন্ন দোকানেও আপনারা বিক্রি করতে পারবেন। আগেই বলেছি সঠিকভাবে এই ব্যবসা দাঁড় করাতে পারলে মাস গেলে প্রায় ৬০ হাজার টাকার উপরে আপনাদের ইনকাম হবে। ব্যবসা শুরু করতে আগ্রহী থাকলে মেশিন কেনার জন্য নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিন।
Global industries
Address :26/3 Ram kumar ganguly lane,shalimar,howrah
Near – Bataitala bus stop
Contact : 9319007757/9319007765











