মাত্র ২০০০ টাকার মেশিন কিনে শুরু করুন এই লাভজনক ব্যবসা,১১ টাকার প্রোডাক্ট বিক্রি হবে ২৫ টাকায়

নিজস্ব প্রতিবেদন: কমবেশি অনেকের মনেই নিজস্ব একটা ব্যবসা শুরু করার সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে। ব্যবসা হল সাধারন মানুষের কাছে একটা এমন মাধ্যম যেটার সাহায্যে অল্প সময়ের মধ্যেই লাভবান হওয়া যায় এবং একটা নির্দিষ্ট সময়ের পর প্রচুর টাকা উপার্জন করা যায়। তবে অবশ্যই তার জন্য আপনাকে সঠিক ব্যবসার আইডিয়া বেছে নিতে হবে।

কারণ আপনি যদি সঠিক ব্যবসার আইডিয়া বেছে নিতে না পারেন তাহলে কোন মতেই কিন্তু আপনার হাতের মুঠোয় সফলতা আসবে না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সঙ্গে ইনকিউবেটর মেশিনের ব্যবসার কথা বলতে চলেছি। এই ব্যবসায় রয়েছে ব্যাপক রকমের লাভ আর কখনোই কিন্তু আপনাদের উপার্জন নিয়ে বা প্রোডাক্ট বিক্রি নিয়ে চিন্তা করতে হবে না সে কথা আগেই বলতে পারি।।

ইনকিউবেটরের মেশিনের ব্যবসা কমবেশি আপনারা নিশ্চয়ই আগেও অনেকবার শুনেছেন। এই ব্যবসা করতে গেলে আপনাদের কিন্তু একটু বড় জায়গার প্রয়োজন হবে। মেশিন বসানোর জন্য আলাদা জায়গা মুরগি প্রতিপালন করার জন্য আলাদা জায়গা এবং হ্যাচারির জন্য আলাদা জায়গা। ২০০০ টাকা মেশিনের দাম পড়বে এবং এমন একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা বলে দেব যেখানে ম্যানুয়াল থেকে শুরু করে সেমি অটোমেটিক অটোমেটিক এবং বিভিন্ন ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিন আপনারা পেয়ে যাবেন। যত বেশি ক্যাপাসিটর মেশিন আপনারা নেবেন ততই কিন্তু আপনাদের বাচ্চার প্রোডাকশন বেশি হবে।

ইনকিউবেটর মেশিন থেকে হাঁস বা মুরগি তৈরি করার পর এগুলোকে প্রতিপালন করে আপনারা সহজেই বাজারে বিক্রি করতে পারবেন। আমাদের দেশীয় বাজারে মাংস আর ডিমের চাহিদা ঠিক কতখানি খাদ্যদ্রব্য হিসেবে তা কম বেশি আপনারা সকলেই জানেন। সুতরাং এই ব্যবসায় লোকসান নেই বললেই চলে। ইনকিউবেটর মেশিন কিনে আপনারা তাহলে নিজেদের স্বপ্নের ব্যবসা শুরু করে ফেলুন। কোথা থেকে মেশিন কিনবেন তার ঠিকানা নিচে দিয়ে দেওয়া হল।

আশার আলো মুরগির খামার

Vill – Godhanpara
P.s- raninagar
Dist – Murshidabad
Contact : 6295291435

Leave a Comment