







নিজস্ব প্রতিবেদন: একজন সাধারন মধ্যবিত্ত মানুষের সবার প্রথম চিন্তা থাকে কিভাবে অর্থ উপার্জন করে পরিবার পরিজন নিয়ে সুখে থাকা যায়। একটা সময় এই অর্থ উপার্জন করার জন্য মানুষের কাছে কিন্তু বহু ধরনের রাস্তা ছিল। ব্যবসা বা চাকরি থেকে শুরু করে নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল মানুষ। তবে বিগত বেশ কিছু সময় ধরে বিভিন্ন ক্ষেত্রে চাকরির সংখ্যা অনেকটাই কমেছে। সংবাদপত্র এবং টেলিভিশনের চোখ রাখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই সমস্ত জায়গায়।
সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসাকে কিন্তু অনেকটাই স্বচ্ছ মাধ্যম বলা যেতে পারে। যারা অন্যের উপর নির্ভরশীল হতে খুব একটা পছন্দ করেন না তাদের জন্য ব্যবসা হল আদর্শ জিনিস। এবার আপনারা হয়তো সকলেই ভাবছেন যে আমরা কোন একটা সাধারণ পাইকারি ব্যবসা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি! তা একেবারেই নয়। আজ আমরা আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত ইউনিক আর ক্রিয়েটিভ ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব যেখানে প্রতিদ্বন্দিতা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। এখানে মোটামুটি ২৫ টাকার জিনিস আপনারা ১০০ টাকা পর্যন্ত উপার্জন বা লাভ রেখে বিক্রি করতে পারবেন।। চলুন এবার প্রতিবেদনের পরবর্তী অংশে গিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।




এই ব্যবসা কিভাবে শুরু করবেন?
ব্যবসাটি হল ডকুমেন্ট বাইন্ডিং এর ব্যবসা। সহজেই আপনারা কিন্তু একটা মেশিন কিনে এই ব্যবসার কাজ শুরু করতে পারেন। সব থেকে বড় সুবিধা হচ্ছে এটি একটি ম্যানুয়াল মেশিন যেখানে কোন রকমের ইলেকট্রিকের ব্যবহার নেই। তাই আপনাদের খুব একটা পরিশ্রম করতে হবে না। খুব সহজেই প্রজেক্ট থেকে শুরু করে যে কোন কাজে আপনারা বাইন্ডিং করে কিন্তু বিপুল সংখ্যক অর্থ উপার্জন করতে পারবেন। এটি এমন একটি ব্যবসা যেখানে বাড়ি থেকে এসে কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে।




তাই আপনার চিন্তা করার কোনো কারণ নেই। স্কুল কলেজের প্রজেক্ট থেকে শুরু করে অফিস কাছারি নানা জিনিস কিন্তু বাইন্ডিং করে রাখার প্রয়োজন পড়ে।। এই কাজ কখনোই কেউ আপনার সাহায্য ছাড়া ঘরে বসে করতে পারবে না। মোটামুটি আপনারও হয়তো জীবনে কোনো না কোনো সময় এই ডকুমেন্ট বাইন্ডিং করার প্রয়োজন হয়েছে। সেই ক্ষেত্রে কত খরচা হয়েছিল বা কি করেছিলেন সেটা নিয়েই কিন্তু আপনারা একটা স্পষ্ট ধারণা তৈরি করতে পারেন!
এই ব্যবসা শুরু করার জন্য যে মেশিনটি প্রয়োজন হবে তা কিন্তু খুব সামান্য খরচ করেই আমাজন অথবা ইন্ডিয়ামার্ট এর মতন ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে জেরক্স মেশিন বা ফোনের দোকান করলে তার সাথেও পার্টটাইম হিসেবে এই ব্যবসা শুরু করতে পারেন। কারণ এই ধরনের ব্যবসার সাথে যেহেতু সাধারণ মানুষের প্রয়োজন জড়িয়ে রয়েছে তাই চিন্তার কোন কারণ নেই। আজকের এই বিশেষ পরিকল্পনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ব্যবসার আইডিয়া পেতে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।।











