







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা হল এমন একটা জায়গা যার সাহায্যে খুব সহজেই একটা ভালো অংকের অর্থ উপার্জন করে নিজেদের জীবনের স্বাবলম্বী হওয়া সম্ভব। তবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো উপযুক্ত মূলধনের অভাবে বা ধারণার অভাবে ব্যবসা শুরু করতে ভয় পেয়ে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে সেই ভয় কাটিয়ে আমরা আপনাদের একটা নতুন ধরনের ব্যবসা শুরু করার কথা বলব। ব্যবসায় যদিও কোন স্থিতিশীল ইনকাম থাকে না তবে সঠিকভাবে শুরু করতে পারলে কিন্তু এর থেকে ভালো জিনিস আর নেই।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে যে ব্যবসার কথা শেয়ার করে নিতে চলেছি সেটা হল নোটবুক বা খাতা তৈরির ব্যবসা। করোনা আবহের শেষে অর্থাৎ লকডাউনের পর আপনারা যদি এই ধরনের একটা ব্যবসা নিয়ে কাজ শুরু করেন তাহলে কখনোই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য এই তিনটে এমন একটা জিনিস যা নিয়ে ব্যবসা শুরু করলে কখনোই লোকসানের মুখ দেখতে হবে না।




নোটবুক তৈরির জন্য আপনাদের প্রথমেই একটা মেশিনের সেটআপ কিনে নিতে হবে যার মধ্যে তিনটি মেশিন থাকবে।। এই মেশিনগুলোর সাহায্যে স্টেপ বাই স্টেপ খুব সহজেই আপনারা দারুন খাতা তৈরি করে সেগুলো মার্কেটে সাপ্লাই করে বিক্রি করতে পারবেন। যদি আপনাদের নিজেদের দোকান থাকে তাহলে তো কথাই নেই।
একদম কম খরচে দারুন প্রফিট রেখে খাতাগুলো সেক্ষেত্রে বিক্রি করা যাবে। নোটবুক তৈরি করার জন্য যে তিনটি মেশিনের সেটআপ রয়েছে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন খাতাগুলোকে সহজ ভাবে বসানোর জন্য এবং কাটিং করার জন্য কাটিং মেশিন, কাটিং হয়ে গেলে খাতাগুলোকে সুন্দরভাবে স্টিচ করার জন্য স্টিচিং মেশিন এবং খাতা গুলোকে ভালোভাবে শেপ দেওয়ার জন্য ডাকপেস্ট মেশিন।




এই তিনটে মেশিনের সাহায্যে ধাপে ধাপে খাতা তৈরি করে নেওয়ার পর আপনারা সহজেই এটা মার্কেটে সাপ্লাই করতে পারেন। সম্পূর্ণ মেশিনের সেটআপ একসঙ্গে নিতে আপনাদের খরচ পড়বে ২ লক্ষ টাকা। প্রোডাকশন ক্যাপাসিটি এবং অন্যান্য কিছু বিশেষ জিনিসের জন্য এই খরচ আরো বাড়তে পারে যদি আপনারা চান। এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করার জন্য ট্রেড লাইসেন্স ছাড়া আর অন্য কোন বিশেষ লাইসেন্সের প্রয়োজন পড়বে না। সবথেকে বড় ব্যাপার হল এই মেসিন নেওয়ার জন্য আপনাদের কোন কমার্শিয়াল লাইনও নিতে হবে না।




বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটি অর্থাৎ ২২০ ভোল্টের এই মেশিনগুলো চালানো যাবে। শুধুমাত্র নোটবুক নয় এর পাশাপাশি বিভিন্ন ব্যানার অথবা ভিজিটিং কার্ডও কিন্তু এই মেশিনের সাহায্যে তৈরি করে আপনারা সহজেই বিক্রি করতে পারবেন। আপনাদের মধ্যে যারা ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন এবং মেশিন কিনতে চান ভুল করেও আজকের এই সুযোগ হাতছাড়া করবেন না। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। অন্যান্য পাঠক বন্ধুরাও বা আপনাদের পরিচিত ব্যক্তিবর্গরাও এই ব্যবসাটি সম্পর্কে জানতে পারে।
Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500











