একেবারে অল্প টাকায় শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, মাসে ইনকাম হবে ৬০ হাজার টাকারও বেশি

নিজস্ব প্রতিবেদন: মানুষের জন্য ব্যবসা এমন একটা মাধ্যম যার সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা লাভবান হতে পারেন। একটা সময় পর্যন্ত এই ব্যবসা নিয়ে সাধারণ মানুষের মনে নানান ধরনের বাধা ছিল। তবে যুগের পরিবর্তনের সাথে সাথেই মানুষ আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছেন। ফলস্বরূপ চাকরির মতোই অর্থ উপার্জনের জন্য ব্যবসাকে গ্রহণ করা তাদের কাছে একটা সোজা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একটি নতুন ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব।

একেবারে স্বল্প খরচে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং লাভবান হতে পারবেন খুবই ভালোভাবে। ব্যবসাটি হল পাস্তা তৈরীর ব্যবসা। বাড়িতে রেগুলার খাওয়া থেকে শুরু করে হোটেল বা রেস্টুরেন্টে এই খাবারটি কিন্তু বেশ জনপ্রিয়। আপনারা যারা ব্যবসা শুরু করার জন্য একটু ইউনিক আইডিয়া খুঁজছেন তারা খুব সহজেই এটাকে কাজে লাগাতে পারেন।

এই ব্যবসা শুরু করার জন্য আপনাদের শুধুমাত্র কাঁচামাল ছাড়া প্রয়োজন হবে একটি মেশিন। এই মেশিনটার সাহায্যে বাজারে যত রকমের পাস্তা রয়েছে আপনি কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। যদি একবার ব্যবসা দাঁড়িয়ে যায় তাহলে গোটা মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা এই পাস্তা বিক্রি করে আপনারা উপার্জন করতে পারবেন। অত্যন্ত স্বল্প পুজিতেই ব্যবসাটা শুরু করা সম্ভব তাই মধ্যবিত্ত সাধারণ মানুষের এগিয়ে আসতে একেবারেই ভয় করা উচিত নয়।

এই খাদ্যদ্রব্য টি তৈরি করে লোকাল মার্কেটে আপনারা সাপ্লাই দিতে পারেন অথবা নিজেদের বিজনেসের কাজেও লাগাতে পারেন।। যদি হোটেল বা রেস্টুরেন্টে আপনি যোগাযোগ করে নিতে পারেন তাহলে তো কথাই নেই।এই পাস্তা তৈরীর মেশিন আপনারা কোথা থেকে কিনবেন তা নিয়ে আমরা প্রতিবেদনের একদম শেষে আলোচনা করব। তবে তার আগে জানিয়ে রাখি এর জন্য কিন্তু বিশাল বড় জায়গার প্রয়োজন নেই।। মেশিন বসানোর জন্য এবং কাঁচামাল রাখা বা প্রোডাকশন মজুদ করার জন্য যেটুকু জায়গা প্রয়োজন সেটাই আপনাদের প্রথমে ব্যবস্থা করে নিতে হবে।

মেশিনের উপর আপনারা এক বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। এছাড়াও ইনস্টলমেন্ট থেকে শুরু করে প্রশিক্ষণ সবকিছুই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানি আপনাকে দিয়ে দেবে। অতএব যদি আপনারা পাস্তা তৈরীর ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে একদম দেরি না করে যোগাযোগ করে ফেলুন।

মেশিন কিনতে আগ্রহী থাকলে নিজের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন। মেশিন কেনার ৪৮ ঘণ্টার মধ্যে কিন্তু আপনার কাছে টেকনিশিয়ান পাঠিয়ে দেওয়া হবে ইনস্টলমেন্ট এবং প্রশিক্ষণের জন্য।

Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500

Leave a Comment