







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের জন্য অর্থ উপার্জনের যে দুটো প্রধান রাস্তা রয়েছে তার মধ্যে ব্যবসা এবং চাকরি অন্যতম। যেহেতু বিগত বেশ কিছু সময় ধরে আমাদের দেশের চাকরির বাজার খুব একটা ভালো নয় তাই সাধারণ মানুষ অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন বলা যায়।। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা কিন্তু একটা লাভজনক ক্ষেত্র হতে পারে আপনাদের জন্য। তবে অবশ্যই আপনাকে সঠিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে হবে নয়তো কোন ভাবেই লাভবান হতে পারবেন না। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই একটি দারুণ বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি।।
এটি কি ধরনের ব্যবসা আর কিভাবে শুরু করবেন?
এটি হলো ইঞ্জিন অয়েল বা মোবিল তৈরির ব্যবসা। বাইক থেকে শুরু করে যে কোন বড় গাড়ির জন্য আপনারা কিন্তু খুব সহজেই এই ইঞ্জিন অয়েল সাপ্লাই দিতে পারেন। বাজারে এই পণ্যটি ঠিক কতটা চাহিদা রয়েছে তা কম বেশি আপনারা সকলেই জানেন। সুতরাং এই ব্যবসা শুরু করলে কিন্তু কখনই লোকসানের মুখোমুখি হতে হবে না। আমরা যেমনটা প্রথমেই বললাম যে এই ব্যবসা আপনারা দু ধরনের শুরু করতে পারেন।




চাইলে আপনারা কিন্তু ইঞ্জিন অয়েলের কোম্পানি থেকে ডিলারশিপ নিয়ে এই সমস্ত পণ্য বাজারে বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে ৩০ হাজার টাকার মধ্যে ডিলারশিপ থেকে শুরু করে সমস্ত পণ্য আপনারা পেয়ে যাবেন। তবে যদি আপনারা পণ্য উৎপাদন করে ব্যবসা শুরু করতে চান অর্থাৎ ডিলারশিপ না নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু মেশিন কিনে নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে হবে। যদি সাধারণ মধ্যবিত্ত মানুষ এই ব্যবসা শুরু করার কথা ভাবছেন সেক্ষেত্রে প্রথমে ডিলারশিপ নিয়েই আপনারা কাজ চালাতে পারেন।
ডিলারশিপ নিলে আপনাদের খরচ অনেকটাই কম পড়বে এবং ব্যবসা শুরু করতেও কোনো রকমের কোন অসুবিধা হবে না। আপনারা যদি আমাদের দেওয়া কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন সে ক্ষেত্রে কিন্তু বাইক থেকে শুরু করে যে কোন বড় গাড়ির জন্য ইঞ্জিন অয়েল খুব সহজেই কিনে নিতে পারবেন।




নিজেদের দোকানের মাধ্যমে খুব সহজে এগুলো বাজারে বিক্রি করতে পারেন অথবা বিভিন্ন দোকানে কিন্তু সাপ্লায়ার হিসেবেও আপনারা কাজ শুরু করতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনারা কোন কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং ডিলারশিপ নেবেন তার বিস্তারিত ঠিকানা আর ফোন নম্বর নিচে উল্লেখ করে দেওয়া হলো। ব্যবসা শুরু করতে আগ্রহী থাকলে আর সময় নষ্ট করবেন না।
Company information:
Kola,rautara, habra.
North 24 parganas, West Bengal.
Contact : 9674870886/9088231554/9123835104.











