







নিজস্ব প্রতিবেদন: অর্থ উপার্জন করার জন্য সাধারণ মানুষ বর্তমানে যে সমস্ত ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মধ্যে অন্যতম হলো ব্যবসা। যদি আপনিও এই সমস্ত মানুষের তালিকায় থেকে থাকেন তাহলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের জন্যই। আজকের এই বিশেষ প্রতিবেদনে পাঠক বন্ধুদের সঙ্গে আমরা একটা দারুণ ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যা বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত লাভজনক।
খুবই সামান্য পুঁজিতে আপনারা এই ব্যবসার কাজ শুরু করতে পারবেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ইনকিউবেটর মেশিনের ব্যবসার কথা, যা কমবেশি আপনারা হয়তো এর আগেও বেশ কিছু বার শুনেছেন। এই মেশিন নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন রয়েছে। মেশিনের কাজের পদ্ধতি এবং অন্যান্য জিনিস সবকিছুই কিন্তু আপনাদের ব্যবসা শুরুর আগে ভালোভাবে জেনে নিতে হবে।




প্রথমেই জানিয়ে রাখি এই ইনকিউবেটর মেশিনের সাহায্যে হাঁস বা মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে সেটাকে বড় করে তোলা হয়। স্পষ্ট বাংলায় বলতে গেলে ইনকিউবেটর মেশিনের কাজ হল এটাই। ব্যবসা শুরু করার জন্য অনেকেই হয়তো বিভিন্ন জায়গা থেকে মেশিন কিনে থাকেন। কিন্তু সঠিকভাবে সেটাকে মেনটেনেন্স না করার ধরুন কিন্তু ব্যবসা লোকসানের পথে চলে যায়।
আজ আমরা আপনাদের সঙ্গে যে ব্যবসাটার কথা বলবো ইনকিউবেটর মেশিনের সেটা মাত্র এক হাজার টাকাতেই শুরু করতে পারবেন। এটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখতে পারেন।যে মেশিনটির কথা বলছি সেটাতেও কিন্তু খুব সহজে আপনারা বাচ্চা ফুটিয়ে সেটাকে বাজারজাত করতে পারবেন।




মোটামুটি ইনকিউবেটরের ডিম গুলো বসানোর পর বাচ্চা বের হওয়ার সময় পর্যন্ত আপনাকে কিন্তু প্রতিদিনের হিসেবে একটা তাপমাত্রার পার্সেন্টেজ বজায় রাখতে হবে। এই মেশিনটি বসিয়ে ব্যবসা শুরু করার জন্য কিন্তু আপনাদের বিশাল কোন বড় ঘরের প্রয়োজন নেই।




বাড়ির কোন কোনা থেকেই প্রাথমিক অবস্থায় এই কাজ শুরু করে আপনারা মার্কেটিং স্টার্ট করতে পারেন।। অনেক কোম্পানি বলে থাকে ইনকিউবেটর মেশিন কেনার পরে হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে গেলে সেগুলো কিনে নেবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই বাচ্চার কোম্পানির কাছে বিক্রি করতে গেলে বেশ লোকসানের মুখোমুখি ক্রেতাকে পড়তে হয়।
তাই আমরা বলব আপনারা বাজারে সব সময় এই বাচ্চা বিক্রি করার চেষ্টা করুন। তাহলে অনেকটাই লাভ রেখে উপার্জন করতে পারবেন। যেহেতু দেশের বাজারে মাংস আর ডিমের চাহিদা ব্যাপক রকমের রয়েছে তাই সঠিকভাবে এই ব্যবসা শুরু করতে পারলে কিন্তু প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা অথবা তার বেশি আপনারা উপার্জন করতে পারবেন।। আজকের এই ব্যবসার আইডিয়া কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।











