







নিজস্ব প্রতিবেদন: ব্যবসা সাধারণ মানুষের কাছে এমন একটা মাধ্যম, যার সাহায্যে নিজেকে খুব সহজেই স্বাবলম্বী করে তোলা যেতে পারে। তবে অবশ্যই এই ব্যবসা শুরু করতে গেলে কিছু জিনিস মধ্যবিত্ত মানুষকে মাথায় রাখতে হবে। প্রথমত কখনোই এমন ব্যবসা শুরু করা যাবে না যেটা বাজার চাহিদার অভাব রয়েছে বা আপনার এলাকায় একেবারেই কোন চাহিদা নেই। এই ধরনের ব্যবসাতে কিন্তু কখনোই উপার্জন হয় না এবং ব্যবসা থেকে লাভ কিছুই হয় না।
গ্রাম শহর নির্বিশেষে ব্যবসার ধরন কিছুটা আলাদা হয়ে থাকে। পাশাপাশি রয়েছে আরও কিছু বিশেষ রকমের পার্থক্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই সমস্ত দিক মাথায় রেখে আপনাদের সাথে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব যা গ্রাম-শহর নির্বিশেষে সব জায়গাতেই চলবে এবং দেশের প্রত্যেকটা বাজারেই আপনারা এটা বিক্রি করতে পারবেন।চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন।




গার্ডার তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন?
আজ আমরা বলবো রবার ব্যান্ড বা গার্ডার তৈরির ব্যবসার কথা। দৈনন্দিন জীবনে মহিলারাই এটি সবথেকে বেশি ব্যবহার করে থাকেন। তবে বিভিন্ন দোকান বাজার থেকে শুরু করে অনেক জায়গাতেই কিন্তু প্যাকিং এর জন্য এই রবার প্রয়োজন হয়। এই ব্যবসাতে যেমন খরচ কম ঠিক তেমনভাবেই উপার্জন প্রচুর বেশি। মোটামুটি একটা মেশিন কিনেই কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন। সব থেকে সুবিধার দিক হচ্ছে আপনার বিশাল বড় জায়গার প্রয়োজন হবে না। যদি মেশিন আর ইলেকট্রিকের খরচ ধরেন সে ক্ষেত্রে বিনিয়োগের তুলনায় প্রফিটের পরিমাণ হবে অনেকটাই বেশি।
আমরা যে ম্যানুফ্যাকচারিং ইউনিটের কথা বলব সেখান থেকে যদি রবার তৈরির মেশিন কিনে থাকেন সেক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই সময়ের মধ্যে কোন রকম সমস্যা হলে সহজেই কিন্তু তা এই ইউনিট থেকেই ঠিক করে দেওয়া হবে। শুধুমাত্র মেশিন নয় এই ইউনিটে কিন্তু আপনারা কাঁচামাল ও সংগ্রহ করে নিতে পারবেন জীবন ভরের জন্য।




কোথা থেকে মেশিন কিনবেন এবং কিভাবে?
যে কোন ব্যবসা শুরু করতে চাইলেই আপনি যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন কেনেন সেক্ষেত্রে খরচ অনেকটাই কম হবে। আজকে যে ঠিকানা দেবো সেখানে কিন্তু আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজেই মেশিন কিনতে পারবেন এবং নিজেদের কাজ শুরু করতে পারবেন। সুতরাং আগ্রহী থাকলে আর সময় নষ্ট করে দেরি করবেন না।
Indian machinery and engineering works
Kolkata, Sodepur,prajatantrapally.
Contact : 8597204256/8420746487/9748205909.











