







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষের কাছে কিন্তু মাত্র কয়েকটাই উপায় খোলা রয়েছে। এর মধ্যে একটি উপায় হল ব্যবসা যা খুব সহজেই কিন্তু সাধারণ মানুষের চিন্তাভাবনার মধ্যে আসে। আমাদের এই প্রতিবেদন গুলির মাধ্যমে এর আগেও পাঠক বন্ধুদের সাথে বিভিন্ন ব্যবসার আইডিয়া আমরা শেয়ার করে নিয়েছি। আজ আবারো জানাবো একটি ইউনিক ব্যবসা সম্পর্কে যা ভবিষ্যতে আপনাকে খুব সহজেই নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে।
যেকোনো নতুন ব্যবসা শুরু করার আগে সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যেন আপনার ব্যবসা থেকে উৎপাদিত পণ্যের চাহিদার কখনোই অভাব না হয়। যে প্রোডাক্টের বাজার চাহিদা যত বেশি সেই প্রোডাক্টের লাভ কিন্তু ততই বেশি। অনেকেই হয়তো ভাবেন ব্যবসা শুরু করার জন্য বিশাল কিছু বড় অংকের মূলধন প্রয়োজন, তবে এটা ভুল ধারণা। যদি আপনাদের কাছে সঠিক আইডিয়া থাকে তাহলে কম খরচেও কিন্তু একটা ভালো ব্যবসা দাঁড় করানো নিশ্চিন্তে সম্ভব। এবার চলে আসা যাক আমাদের আজকের এই প্রতিবেদনের মূল পর্বে।




কি ধরনের ব্যবসা শুরু করবেন এবং কিভাবে?
আজকে আমরা আপনাদের সাথে এমন একটি ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যাপারটা হয়তো আপনাদের একেবারেই অজানা। এটি হলো ফ্লাই অ্যাশের ইট তৈরির ব্যবসা। সাধারণত বাড়ি ঘর তৈরিতে যে ইট ব্যবহার করা হয় তা মাটির হয়ে থাকে। কিন্তু এই ফ্লাই অ্যাশের ইট অনেকটাই কম দামে বানানো যেতে পারে এবং গুণগত মান কিন্তু অনেক ভালো। এখনো পর্যন্ত যেহেতু সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কোন স্পষ্ট ধারণা তৈরি হয়নি তাই ব্যবসার লাইনের প্রতিবন্ধিতা অনেকটাই কম। সুতরাং সাধারণ কিছু তথ্য সংগ্রহ করে আপনারা কিন্তু সহজেই এই ফ্লাই অ্যাশের ইটের ব্যবসা শুরু করতে পারেন।




খরচ এবং অন্যান্য বিষয়:
শুরুতেই জানিয়ে রাখি এই ইট তৈরি করার জন্য যেহেতু ফ্লাই অ্যাশ প্রয়োজন পড়বে তাই পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি আপনারা ফ্যাক্টরি তৈরি করতে পারলে দাম খুবই কম পড়বে। মেশিনের খরচা এই ব্যবসায় খুব একটা নেই। একবার কিনে নিলেই কিন্তু খুব সহজে আপনারা ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রধান খরচা থাকবে শুধু কাঁচামালের উপর। এই ফ্লাই অ্যাশের ইট তৈরি করতে সমস্ত দিক আলোচনা করে বলা যায় মোটামুটি ৫ টাকা থেকে ৫ টাকা ২০ পয়সা খরচা পড়বে। খুব সহজেই সাত থেকে আট টাকায় আপনারা এটা বিক্রি করতে পারবেন ।।।




প্রয়োজনীয় মেশিন এবং অন্যান্য:
এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার যে সমস্ত মেশিন বা তথ্য জানার প্রয়োজন হবে সেটা কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকেই পেয়ে যাবেন।নীচে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উল্লেখ করে দিলাম ।
Saha enterprise & engineering
Contact : 9205080039/8497596193
Kaliganj daspara,Nadia, west bengal
Uluberia branch
Katila, banitala, Uluberia-711316
Contact : 6296046300











