







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু নিজেদের স্বাবলম্বী করে তোলার জন্য ব্যবসা শুরু করার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। আর এই লাভজনক ব্যবসা গুলোর মধ্যে অন্যতম হলো ধূপকাঠির ব্যবসা। গ্রাম শহর নির্বিশেষে দেশের প্রত্যেকটি বাজারে কিন্তু এই ব্যবসা আপনারা একেবারে চোখ বুঝে চালাতে পারবেন।।
লোকাল মার্কেটের বিভিন্ন দোকানে যেমন আপনারা এই ধূপকাঠি সাপ্লাই করে উপার্জন করতে পারবেন, ঠিক তেমনভাবেই যদি আপনাদের নিজস্ব দোকানঘর থাকে সেখান থেকেও কিন্তু বিভিন্ন কোয়ালিটির ধুপকাঠি আপনারা ব্র্যান্ড তৈরি করে রীতিমত বিক্রি করতে পারবেন। এই ধূপকাঠির ব্যবসা থেকে যে কত লাভ হতে পারে সেটা হয়তো আপনাদের সকলেরই অজানা রয়েছে।




ধুপকাঠির ব্যবসা শুরু করতে গেলে আপনাকে একটি মেশিন কিনতে হবে। যদিও এই ব্যবসার কাজ শুরু করার জন্য দুই ধরনের মেশিন আপনারা পেয়ে যাবেন একটি হল 6G এবং অপরটি হল 5G ।6G মেশিনের ক্ষেত্রে দাম পড়বে ৮০ হাজার টাকা, অন্যদিকে 5G এক্ষেত্রে দাম পড়বে ৭০ হাজার টাকা। এই মেশিন কিনে আপনারা খুব সহজেই কিন্তু ব্যবসার কাজ শুরু করতে পারবেন।
ধুপকাঠি তৈরি করার পরে আপনারা এগুলোকে লোকাল মার্কেটে বিক্রি করতে পারেন অথবা নিজস্ব দোকান থেকেও বিক্রি করতে পারেন একথা আমরা আগেই জানালাম। এবার আসা যাক যদি কোনো কারণে এগুলো আপনি সঠিকভাবে বিক্রি করতেন না পারেন সে ক্ষেত্রে কি করবেন! সেক্ষেত্রে আপনারা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন কিনতে চলেছেন, যার ঠিকানা আমরা প্রতিবেদনের একদম শেষে দিয়ে দেব সেখান থেকেই কিন্তু ২০ টাকা লাভ দেখে আপনার থেকে ধূপকাঠি গুলি র’ অবস্থায় কিনে নেওয়া হবে।




এই ব্যবসায়ে কিন্তু প্রচুর লাভ রয়েছে এক কথায় বলা যায়। মোটামুটি দশ টাকার মাল আপনারা ১৫০ টাকা পর্যন্ত দামে এখানে বিক্রি করতে পারবেন। ধুপকাঠি তৈরি করার সম্পূর্ণ প্রসেসটি জানতে হলে আপনারা আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন।। আশা করছি এটি আপনাদের অনেকটাই সহায়তা করবে।
Karmakar agarbatti
Prop : Sanjib Karmakar
Bandel, Hooghly,west bengal.
Pin code – 712104.
Contact – 8478988572/9163068842











