







নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যাবসা হলো এমন একটি রাস্তা যার সাহায্যে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কিন্তু নিজেদের পায়ে দাঁড়ানো যেতে পারে। তবে তার জন্য অবশ্যই আপনাকে সঠিক ব্যবসার পন্থা বেছে নিতে হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটা ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যেটা গ্রাম শহর নির্বিশেষে সব জায়গাতেই কিন্তু সমানভাবে চলবে।
চলুন এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এই ব্যবসাটি সম্পর্কে। শুরুতেই জানিয়ে রাখি আজ আমরা যে ব্যবসাটির কথা আপনাদের জানাতে চলেছি সেটা হলো ক্যাটেল ফিড অর্থাৎ গবাদি পশুর খাবার তৈরির ব্যবসা। নামমাত্র পুঁজিতে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ব্যবসায় সত্যি কথা বলতে গেলে কোন রকমের লোকশান নেই বললেই চলে।




শুধুমাত্র একটা মেশিন কিনেই এই ক্যাটেল ফিড এর ব্যবসা আপনারা শুরু করতে পারেন। এই ব্যবসায় যে মেশিনটি কিনবেন তার প্রাথমিক দাম পড়ছে ৬০০০০ টাকা। এই মেশিন থেকে কিন্তু শুধুমাত্র গবাদি পশু নয় বিভিন্ন রকমের পোল্ট্রি থেকে শুরু করে মাছের খাবারও আপনারা তৈরি করতে পারবেন। খাবার তৈরি করার পরে আপনাকে এগুলো বাজারজাত করার ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনারা সরাসরি অন্য কোন ফার্মিং অর্থাৎ খামারেও বিক্রি করতে পারেন আবার চাইলে যদি নিজেদের ফার্মিং এর কাজ থাকে সেখানেও কাজে লাগাতে পারেন।। অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু লাভবান থাকছেন আপনারা।




যারা এই ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন তারা আমাদের দেওয়া নিচের ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন। এখানে মেশিন থেকে শুরু করে সমস্ত প্রসেস আপনারা জানতে পেরে যাবেন। কিভাবে ক্যাটেল ফিডের মেশিন চালানো হয় এবং সেখান থেকে খাবার প্রস্তুত করা হয় তা জানতে হলে প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখতে পারেন।।
Royal machinery
Eser mineral complex
Muragacha,jugberia, Sodepur road , opposite lokenath mandir, Madhyamgram.
Kolkata – 700110
Contact :7980111516/8910085500











